৬৪ বছর পর উরুগুয়ে...

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২১ জুন ২০১৮

রাশিয়া বিশ্বকাপটা বেশ দাপটের সঙ্গেই শুরু করলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। গ্রুপে টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে উরুগুইয়ানরা। লুইস সুয়ারেজের লক্ষ্যভেদে সৌদি আরবকে দ্বিতীয় ম্যাচে ১-০ ব্যবধানে হারায় উরুগুয়ে। সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক সেই ম্যাচের চিত্র।

১- প্রথম উরুগুইয়ান ফুটবলার হিসেবে টানা তিনটি বিশ্বকাপে গোল করার ইতিহাস সৃষ্টি করলেন সুয়ারেজ।

২- বিশ্বকাপে ৬ গোলে করে উরুগুয়ের হয়ে ডিয়েগো ফোরলানের সঙ্গে যুগ্নভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন লুইস সুয়ারেজ। ৮ গোল করে সবার আগে অস্কার মিগুয়েজ।

২- ১৯৫৪ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে টানা জয় পেলো উরুগুয়ে।

২- মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে শততম আন্তর্জাতিক ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন সুয়ারেজ। প্রথম এমন কীর্তি গড়েছিলেন মিরোস্লাভ ক্লোসা ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে।

৬- ষষ্ঠ উরুগুইয়ান ফুটবলার হিসেবে শততম আন্তর্জাতিক ম্যাচ খেললেন উরুগুয়ে।

২৪- লুইস সুয়ারেজ ২৪তম খেলোয়াড় যিনি কিনা বিশ্বকাপের মঞ্চে দলের হয়ে শততম ম্যাচ খেলেছেন। লাতিন আমেরিকার খেলোয়াড়দের ভেতর চতুর্থ।

৪২৩- জাতীয় দল এবং ক্লাবের হয়ে উরুগুয়ের কোন ফুটবলারের সর্বোচ্চ গোলসংখ্যা হলো ৪২৩টি। সুয়ারেজ সেই মাইলফলক স্পর্শ করলেন।

১-০ উরুগুয়ে-সৌদি আরব ম্যাচের রেজাল্ট ১-০। এবারের বিশ্বকাপে অষ্টমবারের মত এমন ফলাফল হয়েছে। ২০১৪ বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে ৮বার এমন ফলাফল দেখেছিল সবাই।

আরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।