বিশ্বকাপের পর বাংলাদেশে আসছেন জিকো

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২০ জুন ২০১৮

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি ও সাদা পেলে খ্যাত জিকো আসছেন বাংলাদেশে। এটুকু শুনে নিশ্চয়ই ভাবছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে বুঝি আসছেন জিকো। আসলে তা নয়। না, বাফুফে আনছে না তাকে। ঢাকাস্থ ব্রাজিলিয়ান দূতাবাস জিকোকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশের ফুটবল অনুরাগীদের একটা বড় অংশ মনে-প্রাণে ব্রাজিল সমর্থক। সে খবর চাউর হয়ে গেছে ব্রাজিলেও। ব্রাজিলের বিশ্বখ্যাত টিভি চ্যানেল ‘ও গ্লোবো টিভি’ ব্রাজিলের ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ ভালবাসা দেখে বিস্মিত, মুগ্ধ।

বাংলাদেশের মানুষের ব্রাজিল ফুটবল দলের প্রতি অনুরাগ ও ভালবাসার মাত্রা পর্যবেক্ষণ করতে গ্লোবো টিভির একটি প্রতিনিধি দল পাঁচদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন।

তারা নারায়নগঞ্জ এবং মানিকগঞ্জ যাবেন। এসব বিষয় নিয়েই বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা আজ বিকেলে স্থানীয় মিডিয়া মুখোমুখি হন। সেখানেই জিকোর বাংলাদেশে আসার খবর নিশ্চিত করেন তিনি।

এআরবি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।