মেসির সাথেই খেলতে চান দিবালা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ২০ জুন ২০১৮

বিশ্বকাপে নিজেদের একাদশ নির্বাচন নিয়ে মধুর সমস্যায় পড়তে হচ্ছে আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলিকে। ফরোয়ার্ড পজিশনে লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলার থাকায়, আরেক প্রতিভাবান তারকা পাওলো দিবালাকে মাঠে নামাতে পারছেন না সাম্পাওলি।

আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন করেন সাম্পাওলি। কিন্তু পরিবর্তিত খেলোয়াড় হিসেবেও মাঠে নামার সুযোগ পাননি দিবালা। তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দিবালা নিজ থেকেই কোচকে জানিয়ে রাখলেন যে মেসির সাথে একসাথেই খেলতে পারবেন তিনি।

বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে সংবাদ সম্মেলনে দিবালা বলেন, ‘মেসির কোন পরিবর্তিত খেলোয়াড় নেই এখানে, বার্সেলোনায় নেই, সারা বিশ্বের কোথাওই নেই। তাই আমি মনে করি আমাদের অবশ্যই একসাথেই খেলা উচিৎ।’

কিন্তু মেসি থাকলে দিবালার যে জায়গা হচ্ছে না একাদশে। এই সমস্যার সমাধানও যেন জানিয়ে দিলেন ২৪ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, ‘আমাদের আগে দেখতে হবে কিভাবে মেসি এবং আমি একসাথেই খেলতে পারি। আমিও তার পজিশনে খেলেই বড় হয়েছি। কিন্তু এখন অবশ্যই চিন্তা করতে হবে কিভাবে দুইজনই একসাথে খেলতে পারি আমরা।’

মেসির মতো খেলোয়াড় দলে থাকায় অন্যান্য খেলোয়াড়দের বাড়তি সুবিধাও হয় বলে মনে করেন দিবালা। তিনি বলেন, ‘আমরা জানি যে আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় আছেন। আমাদের এই জিনিসটা সুবিধা নেয়া উচিৎ। প্রতিপক্ষের সবাই তাকে কড়া পাহাড়ায় রাখে। ফলে যে খালি জায়গা তৈরি হয় সেগুলো ব্যবহার করা উচিৎ আমাদের।’

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।