বিশ্বকাপে প্রথম লাল কার্ড কলম্বিয়ার সানচেজের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৯ জুন ২০১৮

অনেকদিক দিয়েই বেশ অপ্রত্যাশিত বিশ্বকাপই যাচ্ছে রাশিয়াতে। প্রথমবারের মতো ভিএআর ব্যবহার করায় বেড়েছে পেনাল্টিতে গোলের সংখ্যা। অন্যদিকে গোল লাইন প্রযুক্তিতো রয়েছেই। সেই দিক দিয়ে মাঠে ফাউল হলেও রেফারিরা হলুদ কার্ড ছাড়া লাল কার্ড দেখাচ্ছিলেন না। অবশেষে গ্রুপ ‘এইচ’ এর প্রথম ম্যাচেই বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখানো হয়।

জাপান ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচটিতে ম্যাচের তিন মিনিটের মাথায় ডি বক্সের ভেতর শিনজি কাগাওয়ার শট ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে আটকে দেন কার্লস সানচেজ। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন এবং সানচেজকে সরাসরি লাল কার্ড দেন। স্পট কিক থেকে গোল করে জাপানকে ১-০ গোলে এগিয়ে দেন কাগাওয়া।

বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সময়ে লাল কার্ড পাওয়ার রেকর্ড। এর আগে ১৯৮৬ সালে উরুগুয়ের বাতিস্তা মাত্র ৫১ সেকেন্ডের মাথায় স্কটল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।