নিজেকে এখনো একাদশে দেখছেন না পাভন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৯ জুন ২০১৮

বিশ্বকাপে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হতাশাজনক এ শুরুর পর দলে কিছু পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন কোচ হোর্হে সাম্পাওলি।

সাম্পাওলির এ পরিবর্তনের জের ধরে একাদশে ঢুকতে পারেন বোকা জুনিয়র্স ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পাভন। তবে এমন খবর শোনা গেলেও এখনই নিজেকে একাদশে ভাবছেন না পাভন।

আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমি মনে করি, হোর্হে সব পজিশন পরীক্ষা করে দেখছেন। আমরা দেখবো কি হয় এবং সেদিন কি সিদ্ধান্ত নেয়া হয়। আমি আত্মবিশ্বাস অনুভব করছি এবং সৌভাগ্যবশত সবকিছুই আমার আনুকুল্যে আসছে। কিন্তু আমি এখনো নিজেকে একজন স্টার্টার ভাবছি না।’

প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষেই বিশ্বকাপ অভিষেক ঘটেছে এ বোকা জুনিয়র্স ফরোয়ার্ডের। সে ম্যাচে ২০ মিনিটের জন্য বদলি হিসেবে নেমেছিলেন তিনি। নিজের বিশ্বকাপ অভিষেক নিয়ে পাভন বলেন, ‘এটি একটি অনন্য মুহূর্ত ছিলো। আমি অভিষিক্ত হতে পেরে খুবই খুশি।’

আগামী ২১ জুন গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে আর্জেন্টিনা। এই ম্যাচেই মেসির সাথে নামতে দেখা যেতে পারে পাভনকে। এ সম্ভাবনার তিনি বলেন, ‘যখন আমি ছোট ছিলাম, তখন থেকেই সবসময় তার (মেসি) পাশে খেলার স্বপ্ন দেখে এসেছি। আমি আশা করি, এটা সত্যি হবে এবং আমি আমার সেরাটা দিতে পারব।’

ডিকেটি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।