এবার আইসল্যান্ডের টার্গেট নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পিএম, ১৮ জুন ২০১৮

 

বিশ্বকাপে আর্জেন্টিনাকে রুখে দিয়ে ইতিমধ্যেই আলোচনার শীর্ষে চলে এসেছে প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে আসা আইসল্যান্ড। মেসিসহ গোটা আর্জেন্টিনা দলকেই বোতলবন্ধী করে রেখেছিল পুরো আইসল্যান্ড দল।

তবে এখানেই নিজেদের বিশ্বকাপ চমকের শেষ রাখতে চান না আইসল্যান্ড অধিনায়ক অ্যারোন গানারসন। আর্জেন্টিনা বধের পর এবার তাদের চোখ আফ্রিকান সুপার ঈগল নাইজেরিয়ার দিকে। নাইজেরিয়াকেও আর্জেন্টাইনদের মত রুখে দিতে চায় আইসল্যান্ড দলপতি।

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এখন নিজেদের অনুশীলন পর্ব সেরে নিচ্ছে গোটা আইসল্যান্ড শিবির। সেখানেই দেওয়া এক সাক্ষাৎকারে গানারসন জানান, ‘এখন আমাদের নাইজেরিয়ার উপর চোখ রাখতে হবে। আমাদের এখানেই থেমে থাকলে চলবে না। যদি আমরা নাইজেরিয়ার ম্যাচকে খুব হালকাভাবে নেই, আর তাদের বিপক্ষে পয়েণ্ট খুইয়ে ফেলি, তবে ওই ম্যাচে (আর্জেন্টিনা) পাওয়া পয়েণ্টের কোন মূল্যই থাকবে না।’

আর্জেন্টিনার ম্যাচের পরপরই মস্কো ছাড়ে আইসল্যান্ড দল। মস্কো ছেড়ে গেলেও এখনও প্রথম ম্যাচ নিয়ে দারুণ শিহরিত গানারসন। বিশ্বকাপের মত সেরাদের আসরে প্রথমবার খেলতে এসেই এত ভালো খেলা উপহার দেওয়াটা যেন এখনও স্বপ্নের ন্যায় লাগছে এই মিডফিল্ডারের কাছে।

উচ্ছ্বসিত গানারসন আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আরও বলেন, ‘ম্যাচের পরেও আমি শান্ত হতে পারছিলাম না। শরীরের ভেতর যেন সব অস্বাভাবিকভাবে চলাফেরা করছিল। তবে এগুলো খেলারই একটি অংশ বটে। আপনি যখন এ রকম একটি ম্যাচ খেলবেন, তখন আপনার এরকম হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়।’

আইএইচএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।