সালাহকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই রাশিয়া কোচের

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা রাশিয়া থেকে
প্রকাশিত: ১০:২১ পিএম, ১৮ জুন ২০১৮

রাশিয়ার কোচ স্তানিস্লাভ চেরিসভ বলেছেন, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মিসরের প্রধান তারকা মোহামেদ সালাহকে নিয়ে তার কোনো আলাদা পরিকল্পনা নেই। কারণ, তার খেলোয়াড়দের জানা আছে, কিভাবে সালাহ’র বিরুদ্ধে খেলতে হয় এবং কিভাবে লিভারপুলের এ তারকাকে মোকাবিলা করতে হবে। মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্বাগতিকদের কোচ বলেছেন,‘তারা সালাহকে রুখতে প্রস্তুত এবং সেটা পারবেও।’

মোহাম্মেদ সালাহ দারুণ একটা মৌসুম শেষ করেছেন ইংলিশ ফুটবলে। লিভারপুলের হয়ে গত মৌসুমে গোল করেছেন ৪৪টি। তবে উরুগুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে দর্শক হয়ে দেখেছেন তাদের দলের ১-০ গোলের পরাজয়। দ্বিতীয় ম্যাচে পুরো মিসর তাকিয়ে থাকবে তার দিকে। তাকিয়ে থাকবে প্রতিপক্ষ রাশিয়ার কোচও। কিভাবে তাকে অকার্যকর রাখা যায় নিশ্চয় এ পরিকল্পনা থাকবে স্বাগতিকদের কোচের মনে।

তবে সংবাদ সম্মেলনে সালাহ প্রসঙ্গে তিনি পরিস্কার বলেছেন, ‘আমি নির্দিষ্ট কোনো খেলোয়াড় নিয়ে আলাদা কিছু ভাবছি না। মিসরের পুরো দলটিই মাঠে আমাদের প্রতিপক্ষ। আমি সেভাবেই আমার পরিকল্পনা সাজাবো। আমার খেলোয়াড়রা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন।’

এ ম্যাচের আগে দুই দলের হয়েছে দুই রকম অভিজ্ঞতা। চতুর্মুখি সমালোচনার মধ্যে উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। আর সালাহবিহীন মিসর ১-০ গোলে হেরেছে উরুগুয়ের কাছে।

আরআই/আইএইচএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।