সংখ্যায় সংখ্যায় সুইডেন-দক্ষিণ কোরিয়া ম্যাচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৮ জুন ২০১৮

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইতালিকে টপকে মূল টুর্নামেন্টে সুযোগ করে নেওয়া সুইডেনের বিপক্ষে নেমেছিল এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়া। প্রথম ম্যাচে আবারো সেই প্রযুক্তিওর সহায়তা নিয়ে পেনাল্টি থেকে করা গোলে দক্ষিণ আফ্রিকাকে হারালো সুইডেন। এশিয়ান দলগুলোর ভেতর শুধু ইরানই জয় পেল। সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক এই ম্যাচের চিত্র।

০- ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ম্যাচে কোন শট অন টার্গেটে নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

১- ১৯৫৮ সালের প্রথমবারের মতো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো সুইডেন। ’৫৮ সালে তারা মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছিল।

৪- আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট সুইডেনের জার্সি গায়ে তার শেষ চারটি গোলই করেছেন পেনাল্টি থেকে।

৭- বিশ্বকাপে এখন পর্যন্ত ৭টি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন রেফারিরা।

২০- ম্যাচে প্রথম শটটি হয় ২০ মিনিট পর। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ইতিহাসে ম্যাচে দেরিতে শট নেওয়ার দিক দিয়ে এটি দ্বিতীয়। (২০.৫৯, নেদারল্যান্ডস বনাম কোস্টারিকা, ২০১৪)

২০০২- এশিয়ায় হওয়া ২০০২ বিশ্বকাপে হেনরিক লারসনের গোলের পর প্রথম সুইডিশ ফুটবলার হিসেবে বিশ্বকাপে পেনাল্টিতে গোল করলেন গ্রাঙ্কভিস্ট।

১-০ –বিশ্বকাপের ১২টি ম্যাচের ৬টিতেই ফলাফল এসেছে ১-০। যা মোট ফলাফলের প্রায় ৫০%। ১৯৯০ সালের বিশ্বকাপে ছিল ২-০ ফলাফল টুর্নামেন্টের এই পর্যায়ে ছিল ২৯%।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।