জার্সিতে ‘ইউরারি’ নামের কারণ জানালেন ডেনমার্কের গোলদাতা
শনিবার ইউসুফ পউলসেনের একমাত্র গোলে বিশ্বকাপের গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে জয় তুলে নেয় ডেনমার্ক। তবে গোলের পর ইউসুফ পউলসেনের পরিচয় নিয়ে রীতিমতো ধোঁয়াশা সৃষ্টি হয়। নাম ইউসুফ পউলসেন হলেও তার জার্সির পেছনে নাম লেখা ছিল ‘ইউরারি’। এমনকি জার্মান বুন্দেসলিগাতে লাইপজিগের হয়েও পউলসেন নাম নিয়েই খেলে থাকেন এই স্ট্রাইকার। তবে হঠাৎ জার্সির পেছনে এই নাম কেন? উত্তরটা দিলেন ইউসুফ পউলসেন নিজেই।
মূলত তার পূর্ণ নাম হচ্ছে ইউসুফ ‘ইউরারি’ পউলসেন। আর ইউরারি হচ্ছে তার পিতার নাম। ১৯৯৯ সালে ইউসুফ পউলসেনের বয়স যখন মাত্র পাঁচ বছর তখনই ক্যান্সারের কাছে হার মেনে পৃথিবী থেকে চিরবিদায় নেন তার বাবা ইউরারি। বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সুযোগ পেয়ে বাবার প্রতি সম্মান জানাতেই তাই জার্সির পেছনে এ নাম বলে জানান তিনি।
জার্সিতে ইউরারি নাম প্রসঙ্গে পউলসেন বলেন, ‘এটা (বাবার মৃত্যু) আমার এবং আমার পরিবারের জন্য খুবই দুঃসহ স্মৃতি ছিল। তাকে ছাড়াই আমাদের বাঁচতে শিখতে হয়েছিল। তবে আজ, তার নাম আমার জার্সিতে লিখে প্রতি ম্যাচেই আমি তাকে আমার সাথে সংযুক্ত রাখার চেষ্টা করি।’
নিজের বাবা সম্পর্কে পউলসেন আরও জানান, ‘সে সবসময় খেলার মাঝেই থাকতো, যদিও সে পেশাদার কোন খেলোয়াড় ছিলেন না। আর এই ম্যাচটি চিল আমার জন্য বিশেষ এবং আবেগময়। যদিও আমার কারণে বিপক্ষ দল একটি পেনাল্টিও পেয়েছিল। তবে ম্যাচ শেষে আমি প্রচন্ড খুশি।’
এসএস/আরআর/এমএস