ক্রোয়েশিয়ার দল থেকে বহিষ্কার স্ট্রাইকার কালিনিচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৮ জুন ২০১৮

শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল থেকে বহিষ্কার হলেন স্ট্রাইকার নিকোলা কালিনিচ। নাইজেরিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের পর সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ান কোচ জ্লাতকো দালিচ দলের মধ্যেই অভ্যন্তরীণ সমস্যার কথা জানান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে, দলের জয় নিয়ে কথা বলার সময় তিনি জানান, ‘আমরা কোন রকমের ইনজুরি ছাড়াই জয় নিয়ে ম্যাচ শেষ করেছি। তবে দলে মধ্যে সমস্যা রেখেই।’

কি সেই সমস্যা? সেদিন খোলাসা না করলেও ক্রোয়েশিয়ার মিডিয়া ‘২৪সাতা’ জানায়, দলের স্ট্রাইকার নিকোলা কালিনিচ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানানোর কারণেই কোচ সংবাদ সম্মেলনে এমন কথা বলেছিলেন। অবশেষে ‘২৪সাতা’র কথাই সত্য হলো। কোচের অবাধ্য হওয়ার শাস্তিস্বরূপ বিশ্বকাপ দল থেকেই বহিষ্কার হলেন, ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে খেলা স্ট্রাইকার কালিনিচ।

তবে এখনও ক্রোয়েশিয়ান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। যদিও ধারণা করা হচ্ছে, আজই (সোমবার) সংবাদ সম্মেলন করে কালিনিচের দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করবেন ক্রোয়েশিয়ান কোচ দালিচ ।

এসএস/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।