জেনে নিন কারা খেলছেন সুইডেন-দক্ষিণ কোরিয়া ম্যাচে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৮ জুন ২০১৮

নিঝনি নভগোরদ স্টেডিয়ামে বিশ্বকাপের পঞ্চম দিন এসে ইউরোপের অন্যতম সেরা দল সুইডেনের মুখোমুখি হচ্ছে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে ম্যাচটি।

বিশ্বকাপে এখনও পর্যন্ত ফেবারিটদের প্রায় প্রতিটি দলই হোঁচট খেয়েছে, শুধুমাত্র ফ্রান্স ছাড়া। তারাও হোঁচট খেতে খেতে বেঁচে গেছে। তবে, সুইডেন কিংবা দক্ষিণ কোরিয়া- কেউই বিশ্বকাপের ফেবারিট নয়। তাদের চেষ্টা থাকবে, গ্রুপ পর্ব ছাড়িয়ে যতদুর যাওয়া যায়।

যদিও সুইডেন, দক্ষিণ কোরিয়ার গ্রুপ ‘এফ’-এ মেক্সিকোর কাছে অঘটনের শিকার হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপের প্রথম ম্যাচেই মেক্সিকো ১-০ গোলে হারিয়ে দিয়েছে জার্মানদের। এ কারণে গ্রুপের দ্বিতীয় ম্যাচে যে দল জিতবে তাদেরই এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় রাউন্ডে ওঠার ক্ষেত্রে এই ম্যাচটি দারুণ প্রভাব ফেলবে গ্রুপের সবার ওপরই।

এমন সমীকরণকে সামনে রেখে শক্তিশালী একাদশই মাঠে নামাছে সুইডেন এবং দক্ষিণ কোরিয়ার কোচরা। সুইডেনের কোচ ইয়ান এন্ডারসনের সামনে অবশ্য বড় চ্যালেঞ্জ, জ্লাতান ইব্রাহিমোভিচের ছায়া থেকে বের করে এনে দলটিকে একটা কাঠামোর মধ্যে দাঁড় করানো। দক্ষিণ কোরিয়ার কোচ শিন তায়ে ইয়ং চেষ্টা করছেন তার সেরা একাদশটিই বাছাই করার জন্য।

আসুন জেনে নেয়া যাক, কারা কারা খেলছেন সুইডেন-দক্ষিণ কোরিয়া ম্যাচে।

সুইডেনের ২৩ সদস্যের চূড়ান্ত দল
রবিন ওলসেন (১) (গোলরক্ষক), মিকায়েল লাসটিগ (২), আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট (৪) (অধিনায়ক), লুডউইগ অগাস্টিনসন (৬), পোন্টাস জ্যানসন (১৮), সেবাস্তিয়ান লারসন (৭), আলবিন একদাল (৮), এমিল ফরসবার্গ (১০), ভিক্টর ক্লায়েসন (১৭), মার্কাস বার্গ (৯), ওলা তোইভোনেন (২০)।

দক্ষিণ কোরিয়ার ২৩ সদস্যের চূড়ান্ত দল
জো হিউন উ (২৩) (গোলরক্ষক), লি ইয়ং (২), পার্ক জু হো (৬), কিম ইয়ুং গুন (১৯), জ্যাং হিউন সু (২০), কো জা সেউল (১৩), লি জায়ে-সুং (১৭), সন হিউং মিন (৭), কিম শিন উক (৯), কি সুং ইয়ং (১৬) (অধিনায়ক), ওয়াং হি চান।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।