‘আর্জেন্টিনার চেয়েও ভয়ংকর আইসল্যান্ড’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৮ জুন ২০১৮

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হার। নাইজেরিয়ার এখন সব ভাবনা আইসল্যান্ড ম্যাচকে ঘিরে। গ্রুপে সুপার ঈগলদের সবচেয়ে সহজ প্রতিপক্ষ ভাবা হচ্ছে এই আইসল্যান্ডকেই। তবে নাইজেরিয়ার সাবেক খেলোয়াড় গার্বা লয়েল মনে করছেন, এমনটা ভাবা মোটেই ঠিক হবে না। বরং নবাগত আইসল্যান্ডকে আর্জেন্টিনার চেয়েও ভয়ংকর এবং মারাত্মক দল বলছেন তিনি।

প্রথম ম্যাচে হট ফেবারিট আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আইসল্যান্ড। বর্তমান সময়ে দলটি দারুণ ছন্দে আছে। লয়েল নাইজেরিয়ার খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে বলেছেন, 'আমি আর্জেন্টিনার বিপক্ষে যে আইসল্যান্ডকে দেখলাম, তারা খুবই ভয়ংকর এবং মারাত্মক দল। তারা নিশ্ছিদ্র একটি ম্যাচ খেলেছে। সুপার ঈগলদের এই বিষয়ে সতর্ক থাকা উচিত।'

লয়েল মনে করছেন, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি জিততেও পারতো আইসল্যান্ড। এ সম্পর্কে তিনি বলেন, 'আমরা দেখেছি তারা আর্জেন্টিনার বিপক্ষে কিভাবে খেলেছে। যদি তারা দুর্ভাগা না হতো, তবে এই ম্যাচটি জিততেও পারতো।'

নাইজেরিয়ার সাবেক এই ফুটবলারের মতে, দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ভালো খেলেই জিততে হবে সুপার ঈগলদের। আর্জেন্টিনা ম্যাচের চেয়েও এই লড়াই কঠিন হবে, মনে করছেন লয়েল, 'যদি ইতিবাচক ফল পেতে হয়, তবে নিশ্ছিদ্র আইসল্যান্ডের বিপক্ষে ঈগলদের সেরা লড়াই করতে হবে। এটা যদিও কঠিন হবে, তবে ঈগলরা সেটা পারবে। আর্জেন্টিনা আমাদের হালকাভাবে নিতে পারে, আইসল্যান্ড খুব শক্তভাবে নেবে। কেননা এবারই তারা প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে। আমি নিশ্চিত নিজেদের প্রমাণ করতে চাইবে তারা।'

এক ম্যাচে এক হার নিয়ে 'ডি' গ্রুপে সবার নিচে রয়েছে নাইজেরিয়া। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ ২২ জুন। এরপর ২৬ জুন তারা খেলতে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।