কোস্টারিকা-সার্বিয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৭ জুন ২০১৮

সামারা অ্যারিনায় নিরুত্তাপ ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোস্টারিকা-সার্বিয়ার কেউ। বড় ধরনের সুযোগও তৈরি করতে পারেনি কোনো দল। ফলে ০-০ স্কোরলাইন নিয়েই বিরতিতে গেছে তারা।

ম্যাচের শুরু থেকে দুই দলই প্রায় সমানে সমান লড়েছে। পরের দিকে কিছুটা দাপট দেখিয়েছে সার্বিয়া। বেশ কয়েকটি আক্রমণও শানিয়েছিল তারা। কিন্তু কোস্টারিকা গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করতে পারেনি।

১১ মিনিটে বেশ ভালো একটি সুযোগ পেয়েছিল কোস্টারিকা। ডেভিড গুজম্যানের কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যেই হেড করেছিলেন গিয়ানসার্লো গঞ্জালেজ। কিন্তু বলটি বারের উপর দিয়ে চলে যায়। দুই মিনিট পর সার্বিয়ার অালেকজান্ডার মিত্রোভিকের বক্সের ডান দিক থেকে নেয়া শট সরাসরি ধরে ফেলেন কোস্টারিকা গোলরক্ষক নাভাস।

এরপর সার্বিয়া অনেকটাই চড়াও হয়ে খেলেছে। ২৭ মিনিটে আলেকজান্ডার কোলারভের বাড়িয়ে দেয়া পাসে বল বক্সের মধ্যে পেয়ে যান লাজিও মিডফিল্ডার মিলিনকোভিক-সাভিক। কিন্তু তিনি পড়ে যান অফসাইডের ফাঁদে, শটেও তেমন জোর ছিল না। নাভাসের বলটা ধরতে কষ্ট হয়নি।

৩৯ মিনিটে সার্বিয়ার ডিফেন্ডার টসিক পিছলে পড়লে ২৫ গজের মধ্যে বল পেয়েছিলেন কোস্টা রিকার মার্কো ইউরেনা। তবে তার বাঁ-পায়ের জোড়ালো শট গোলবারের অনেক উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের একটু আগে (৪৩ মিনিটে) দারুণ একটি আক্রমণ করে সার্বিয়া। লুকা মিলিভোজোভিকের কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে দুর্দান্ত এক বাইসাইকেল কিক নিয়েছিলেন মিলিনকোভিক-সাভিক। সেটাও জায়গায় দাঁড়িয়েই আটকে দেন নাভাস। প্রথমার্ধটা তাই শেষ হয়েছে গোলশূন্যভাবেই।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।