ওজিল-গুন্দোগানদের আগলে রাখছেন নুয়্যার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৬ জুন ২০১৮

এবার মেসুত ওজিল আর গুন্দোগানের পাশে এসে দাঁড়ালেন জার্মানি অধিনায়ক ম্যানুয়েল নুয়্যার। তুরস্কোর রাষ্ট্রপতি রেসিপ তায়্যেপ এরদোগানের সাথে সাক্ষাতের পর থেকেই জার্মানিতে মুণ্ডপাত চলছে এ দুই জার্মান ফুটবলারের। অনেকে তো বলছেন, ইতিমধ্যে রাজনৈতিক দিকেও নিয়ে গেছে এই সাক্ষাৎ।

আবার অনেক ফুটবল সমর্থককে মাঠে ওজিল আর গুন্দোগানকে লক্ষ্য করে দুয়োধ্বনিও ছুঁড়তে দেখা গিয়েছে। তাব শুরু থেকেই এই দুই মিডফিল্ডারের পাশে ছিলেন দলের কোচ জোয়াকিম লো। এমনকি জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলও সংবাদ সম্মেলন করে ওজিল আর গুন্দোগানকে মাঠে সমর্থন দিতে বলেছেন জার্মান সমর্থকদের।

এবার দলের এই দুই খেলোয়াড়ের পাশে এসে দাঁড়ালেন জার্মানির অধিনায়ক নুয়্যার। গুন্দোগান আর ওজিলের সমালোচনা সম্পর্কে নুয়্যার বলেন, ‘মিডিয়াতে এটা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে দলে এখন এ বিষয় নিয়ে এখন আর কোন কথা হয় না। কেননা আমাদের ট্রেনিং ক্যাম্প দক্ষিণ টায়রলেই এসব বিষয়ের সমাধান করে এসেছি।’

দলের সেরা এই দুই খেলোয়াড়ের বর্তমান অবস্থা নিয়ে নুয়্যার বলেন, ‘আমরা ওদের সাথে ইতিমধ্যেই কথা বলেছি। দুইজনই এই বিষয়টি নিয়ে দারুণভাবে ভুগেছে। তবে তাদের সেরা ফর্মে ফিরিয়ে আনতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের মানতে হবে যে এটা দেশের অভ্যন্তরীণ সমস্যা আর আমরা এটা দূরে সরিয়ে রাখতে পারি না। আশা করছি দর্শকরা মাঠেও তাদের সমর্থন দেবেন।’

এসএস/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।