‘ভিএআরের’ মাধ্যমে বিশ্বকাপের প্রথম পেনাল্টি পেল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৬ জুন ২০১৮

বিশ্বকাপ শুরুর আগেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। কিন্তু সবকিছুকে ছাপিয়ে প্রথমবারের মত রাশিয়া বিশ্বকাপে ব্যবহার করা হচ্ছে ভিএআর। বিশ্বকাপের তৃতীয় দিনে এসেই সেই ভিএআরের কার্যক্ষমতা দেখতে পেল পুরো বিশ্ব। গ্রুপ ‘সি’ তে ফ্রান্স বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে রেফারি প্রথমবারের মত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার রিসডন ডি বক্সের ভেতর গ্রিজম্যানকে ফাউল করলে রেফারি সেটি এড়িয়ে এয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেন। কিন্তু পরবর্তীতে ফ্রান্সের আবেদনের প্রেক্ষিতে ভিএআরের সহায়তা নেন। আর সেখানেই ধরা পরে রিসডন অবৈধভাবে ফেলে দিয়েছিলেন গ্রিজম্যানকে। সঙ্গে সঙ্গে রেফারি রিসডনকে হলুদ কার্ড দেন এবং পেনাল্টির সিদ্ধান্ত দেন।

স্পট কিক থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে তার বাম কর্নারে বল পাঠিয়ে ফ্রান্সকে প্রথমবারের মত ম্যাচে এগিয়ে দেন গ্রিজম্যান।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।