সংখ্যায় সংখ্যায় স্পেন-পর্তুগাল ম্যাচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৬ জুন ২০১৮

রাশিয়া বিশ্বকাপে প্রথমবারের মতো চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখলো পুরো বিশ্ব। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে স্পেনের বিপক্ষে একাই লড়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। তার হ্যাটট্রিকে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে পর্তুগাল। সেই ম্যাচে স্পেনের হয়ে জোড়া গোল করেন ডিয়েগো কস্তা। সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক সেই ম্যাচের কিছু মাইলফলক।

১- ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ৮টি মেজর টুর্নামেন্টে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো।
১- বিশ্বকাপে প্রথমবারের মত এক ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো
১- বিশ্বকাপে প্রথমবারের মত হ্যাটট্রিক করলেন রোনালদো।
২- স্পেনের বাইরে জন্ম নিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে স্পেনের জার্সি গায়ে গোল করলেন ডিয়েগো কস্তা। প্রথম ছিলেন লোপেজ উফারতে।

৩৩ বছর ১৩০ দিন- বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার ইতিহাস গড়লেন রোনালদো।
৪- বিশ্বকাপ ইতিহাসের ৪র্থ ফুটবলার হিসেবে টানা চার বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো। (পেলে, উই সেলার, ক্লোসা)

৫- বিশ্বকাপে ইতিহাসে ৫ম বারের মত কোন ম্যাচ ৩-৩ গোলে অমীমাংসীত থেকে শেষ হয়। সর্বশেষ হয়েছিল ২০০২ সালে সেনেগাল-উরুগুয়ের ম্যাচে।
৫- বিশ্বকাপে ৫ম ফুটবলার হিসেবে পর্তুগালের বিপক্ষে জোড়া গোল করলেন ডিয়েগো কস্তা
৫- বিশ্বকাপে ৫ম পর্তুগিজ ফুটবলার হিসেবে এক ম্যাচে ২ গোল করলেন রোনালদো। সর্বশেষ ২০১০ সালে করেছিলেন তিয়াগো।
৮- ২০১০ সালে চিলির বিপক্ষে ডেভিড ভিয়ার গোলের পর এই প্রথম ডি বক্সের বাইরে থেকে স্পেনের ফুটবলার (নাচো) গোল করলেন।

১২- বিশ্বকাপে ১২তম ফুটবলার হিসেবে ডি বক্সের বাইরে থেকে স্পেনের বিপক্ষে গোল করেছেন রোনালদো।
১৩৪- বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় দ্রুততম সময়ে পেনাল্টি পেল পর্তুগাল। ৫৫ সেকেন্ডে পেনাল্টি পেয়ে রেকর্ডটি নেদারলেন্ডসের দখলে।

৪৫- বিশ্বকাপ এবং ইউরো টুর্নামেন্টের মূলপর্বে প্রথমবারের মত ফ্রি কিকে গোল করলেন রোনালদো।
৫১- জাতীয় দল এবং ক্লাবের হয়ে ক্যারিয়ারের ৫১তম হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।