পিকের দাবি, রোনালদো ইচ্ছা করে ডাইভ দিয়েছিল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৬ জুন ২০১৮

ক্লাব কিংবা জাতীয় দল- যেখানেই হোক, ক্রিশ্চিয়ানো রোনালদোর একজন কট্টর সমালোচক হচ্ছেন জেরার্ড পিকে। রিয়াল-বার্সা দ্বন্দ্বের প্রাণ ধরে রাখেন তিনি। সেই দ্বন্দ্বের জের চলে আসলো এবার জাতীয় দলের খেলায়ও। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই রোনালদোর পর্তুগালের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে পিকের দল স্পেন।

স্বাভাবিকভাবেই এই ফলাফলে মোটেও খুশি নন তিনি। একই সঙ্গে রোনালদোর প্রথম গোল নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি। পিকের মতে, রোনালদো ইচ্ছা করে ডাইভ দিয়েই এই পেনাল্টি আদায় করে নিয়েছিল।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়ে ম্যাচটিতে নিজেদের পারফরম্যান্স সম্পর্কে পিকে বলেন, ‘আমরা অনেকগুলো সুযোগ তৈরি করেছি। অথচ তারা মাত্র তিনটি সুযোগ পেয়েছিল, তিনটি শট নিয়েছিল এবং সেই তিনটি শটেই গোল আদায় করে নিয়েছে। ম্যাচটা এক তরফাভাবেই যাচ্ছিল এবং আপনাকে এটার মুখোমুখি হতেই হতো।’

শুরুতেই পেনাল্টি এবং গোল হজম করে ফেলাটা নিশ্চিত একটি দলকে পেছনে ঠেলে দেয়ার জন্য যথেষ্ট। পিকের মন্তব্যেও উঠে এসেছে এই বিষয়টা। তিনি বলেন, ‘বিশ্বকাপের মত টুর্নামেন্টে প্রথম ম্যাচে যদি আপনি শুরুতেই পেনাল্টি হজম করে বসেন এবং ২ মিনিটের মধ্যেই গোল খেয়ে যান, তাহলে বুঝতে হবে কতটা পেছনে থেকে আমাদের শুরু করতে হয়েছে। কিভাবে ম্যাচটি এগুবে, সেটিও বোঝা প্রয়োজন।’

রোনালদোর ফাউল নিয়ে কথা বলেছেন পিকে। যে ফাউলের কারণে পেনাল্টি হজম করতে হয়েছিল স্পেনকে। তার মতে, রোনালদো ইচ্ছা করেই এ কাজ করেছে। পিকে বলেন, ‘ইচ্ছা করে ডাইভ দেয়াটা রোনালদোর মজ্জাগত ব্যাপার।’

ডি গিয়ার ভুল নিয়েও কথা বলেছেন পিকে। তিনি বলেন, ‘ডি গিয়া বেশ কয়েকবছর ধরেই বেশ ভালো কিপিং করছিল। আমরা সবাই জানি। যেটা হয়েছে এটা একটা ভুল এবং এটা খেলারই অংশ। ওই মুহূর্তটার জন্য হয়তো সে এতটা প্রস্তুত ছিল না, যতটা সে সব সময় থাকে।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।