আর্জেন্টিনারও ভালো একটি দল আছে : বুরুশাগা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৫ জুন ২০১৮

১৯৮৬ সারে মেক্সিকো বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন হোর্হে বুরুশাগা। তার গোলেই পশ্চিম জার্মানিকে হারিয়ে সেবার শিরোপা জতে নেয় ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। বর্তমানে তিনি আর্জেন্টিনা দলের প্রধান কার্যনির্বাহী। গণমাধ্যমে খুব একটা মুখ খুলতে দেখা যায় না না এই ভদ্রলোককে। তবে এবার নিজের দেশের স্বপ্ন নিয়ে কথা বললেন ফিফার সাংবাদিকের সঙ্গে।

অনেকের ফেভারিটের তালিকায় নেই গেলবারের রানার্সআপ আর্জেন্টিনার নাম। তবে দল নিয়ে নিরাশ নন বুরুশাগা। তিনি বলেন, ‘আমার মতে, আমাদের দল খুব ভালো অবস্থানে আছে। প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিনই অনুশীলনে ছেলেরা উন্নতি করছে। আর যতই দিন যাচ্ছে, তারা নিজেদের মাঝে আরও ভালো বোধ করছে। তারা এখন জানে যে, তাদের বস তাদের কাছে কি চায়। অন্যান্য বড় দলগুলোর ন্যায় আমাদেরও সম্ভাবনাময় একটি দল আছে। আশা করছি, সামনে দুর্দান্ত একটি টুর্নামেন্ট আসছে আমাদের জন্য।’

বুরুশাগা মনে করছেন, আর্জেন্টিনার প্রথম লক্ষ্য হওয়া উচিত সেমিফাইনাল। এ নিয়ে তার ভাষ্য, ‘আমি বলছি যে, আমাদের অবশ্যই সেরা চারে পৌঁছাতে হবে। এই লক্ষ্য সামনে থাকলে আমরা বিশ্বকাপের সাত ম্যাচ খেলার যোগ্যতাই অর্জন করতে পারবো। আর সেমিতে পৌঁছানো সহজ কোনো বিষয় না। সেখানে যেতে হলে আরও প্রতিদ্বন্দ্বী আপনার সামনে এসে পড়বে। সুতরাং এটা কঠিন কিছুই হতে চলেছে।’

এসএস/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।