ব্যর্থ হবেন রোনালদো, আশা রামোসের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৫ জুন ২০১৮

গ্রুপ পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচই সম্ভবত শুক্রবার হতে চলেছে। ফিস্ট অলিম্পিক স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। আর এ ম্যাচেই স্পেনের অধিনায়ক সার্জিও রামোসের দায়িত্ব থাকবে পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে আটকানোর।

ক্লাবে তারা সতীর্থ। কাঁধে কাঁধ মিলিয়ে রিয়ালের জন্য খেলেন তাঁরা। রোনালদো গোল করলেই জিতে যান রামোস। কিন্তু এখানে হিসেবটা ভিন্ন। বিশ্বকাপে নিজ দেশের হয়ে লড়ছেন তাঁরা। তাই অন্তত আজকের জন্যে রোনালদোর ব্যর্থতা কামনা করছেন স্পেন ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস।

রামোস বলেন, ‘আমি বরং তাঁকে (রোনালদো) আমার দলে চাইবো তাঁর বিপক্ষে খেলার চেয়ে। আমরা জানি সে কতোটা বিপদজনক হতে পারে। সে মৌসুমটি শেষ করেছে দুর্দান্তভাবে। সে একজন ধারাবাহিক হুমকি। তবে শুধু রোনালদোই নয়, পুরো পর্তুগাল স্কোয়াডই প্রতিভাবান। সেখানে অনেক খেলোয়াড় রয়েছে যারা তোমাকে তাড়াতাড়ি আঘাত করতে পারে। আমরা একটি দারুণ ম্যাচ দেখবো। এটা সুন্দর হবে। এবং আমি আশা করছি ক্রিশ্চিয়ানো আজকেই তাঁর সেরা ম্যাচটি খেলবে না।’

এছাড়া স্পেনের কোচকে বরখাস্ত করে বিশ্বকাপের একদিন আগেই নতুন কোচ নিয়োগ দেয়া হয়েছে। স্পেন অধিনায়ক রামোস জানালেন তাঁরা এ সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। রামোস তাদের কোচ সংক্রান্ত সমস্যা নিয়ে বলেন, ‘আমাদের এটা যত তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে উঠতে হবে। এটা সবসময় সুখকর হয় না। হুলেন বিশ্বকাপে আমাদের একটি অংশ ছিলো। এখন আমাদের এ সমস্যা কাটিয়ে উঠতে হবে এবং সেটাই সবার জন্য ভালো হবে।’

রামোস এও বলেন স্পেন দলে কখনোই কোন বিভাজন ছিলো না। তিনি আরো বলেন, ‘আমাদের দলে কোন ফাটল নেই। আমরা সবাই আলাদা মানুষ এবং আমরা সবাই আলাদাভাবে চিন্তা করি কিন্তু দলের সমষ্টিগত ধারণাটা একই। আমরা এখানে এসেছি বিশ্বকাপ জয় করতে।’

ডিকেটি/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।