বিদায় বেলায় স্পেনকে শুভকামনা জানালেন লোপেতেগুই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৪ জুন ২০১৮

বিস্ময়করভাবে বিশ্বকাপের মাত্র একদিন আগে স্পেনের কোচ হুলেন লোপেতেগুইকে বরখাস্ত করেছে স্পেন ফুটবল ফেডারেশন। স্পেনের সাথে চুক্তি থাকার পরও রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি করার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

স্বাভাবিকভাবেই প্রথমবার কোন বিশ্বকাপে কোচিং করানোর সুযোগ হাতছাড়া হওয়ায় বিষন্ন লোপেতেগুই। স্পেনের এ বিদায়ী কোচ বলেন, ‘আমি খুবই বিষণ্ণ। কিন্তু আশা করছি যে আমাদের দারুণ একটি বিশ্বকাপ যাবে এবং আমরা তা জিততে পারবো। আমাদের দারুণ একটি দল রয়েছে এবং আমি আশা করি যে আমরা বিশ্বকাপ জিতবো।’

এদিকে বহিষ্কৃত হয়ে পরের দিনই মাদ্রিদের বিমান ধরেছেন রিয়াল মাদ্রিদের নব্য এ কোচ। স্পেনে লোপেতেগুইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও স্পেন ডিফেন্ডার ফার্নান্দো হিয়েরো।

ডিকেটি/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।