তবু স্পেনকেই এগিয়ে রাখলেন পর্তুগিজ ফরোয়ার্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৩ জুন ২০১৮

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘বি’ তে পর্তুগালের প্রতিপক্ষ তিন দেশ হল স্পেন, ইরান ও মরক্কো। নিজেদের প্রথম ম্যাচেই হট ফেভারিট স্পেনের মুখোমুখি হতে হবে পর্তুগালকে। এর মাঝে আবার স্পেনের কোচ হুলেন লোপেতেগুই বিশ্বকাপের একদিন আগে বহিষ্কৃত হয়েছে।

তবু স্পেনকেই এগিয়ে রাখছেন ম্যানচেস্টার সিটির পর্তুগীজ ফরোয়ার্ড বার্নার্ডো সিলভা। বার্নার্ডো বলেন, ‘স্পেন এই বিশ্বকাপের অন্যতম দাবিদার। অবশ্যই তারা এ গ্রুপ এবং ম্যাচেও ফেভারিট। কিন্তু পর্তুগালের লক্ষ্য রয়েছে। আমরা জানি আমরা যদি ভালো খেলি, তাহলে আমরা জিততে পারবো। আমরা সেদিকেই এখন মনযোগী এবং আমাদের আক্রমণের লক্ষ্য রয়েছে যেন আমরা জয়ের জন্য খেলতে পারি।’

স্পেনের বর্তমান কোচ সমস্যা নিয়েও কথা বলেছেন এ পর্তুগীজ ফরোয়ার্ড। তাতে স্পেনের তেমন একটা সমস্যা হবে বলে মনে করছেন না তিনি। বার্নার্ডো বলেন, ‘কিছু ব্যাপার রয়েছে যা পর্তুগালকে চিন্তিত করে না। স্প্যানিশ দলটি অভিজ্ঞতা সম্পন্ন এবং তারা তাদের লক্ষ্যের প্রতি অবিচল। তাদের প্রায় সবাই চ্যাম্পিয়নস লিগ, ইউরো এবং বিশ্বকাপ জিতেছে। তারা এমন সব খেলোয়াড় যারা এমন পরিস্থিতিতে অভ্যস্ত। সত্যি কথা বলতে, আমি মনে করি এটা স্প্যানিশ দলকে ক্ষতিগ্রস্ত করবে না।’

ডিকেটি/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।