‘মেসি ব্রাজিলিয়ান হলে ঠিকই বিশ্বকাপ জিততো’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪০ এএম, ১৩ জুন ২০১৮

অধরা বিশ্বকাপ ট্রফির জন্য নিজের বার্সেলোনা অধ্যায়ের সব ট্রফি বিসর্জন দিতেও প্রস্তুত মেসি। নিজের এমন কথাতেই প্রকাশ পায় একটা বিশ্বকাপ ট্রফির জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর্জেন্টিনার ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০১৪ সালে খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল তাকে। কী হতো যদি মেসি ব্রাজিলে জন্ম নিয়ে তাদের হয়ে খেলতো? ব্রাজিলের সাবেক ফুটবলার রবার্তো কার্লসের দাবি, ব্রাজিলিয়ান হলে মেসি এতদিনে বিশ্বকাপ জিতে ফেলতো ।

মেসির সামনে সুযোগ ছিল স্পেনের হয়ে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। কিন্তু জন্মভূমি আর্জেন্টিনাকেই বেঁছে নেন তিনি। কিন্তু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্ব মঞ্চে সাফল্যের পাল্লা অনেক ভারী। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা ফুটবলার রবার্তো কার্লোস সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে বলেন, ‘যদি মেসি ব্রাজিলিয়ান হতো, তাহলে এতদিনে বিশ্বকাপ জিতে নিতো।’

ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদে খেলেছেন রবার্তো কার্লোস। পৃথিবীর সেরা লেফট ব্যাকদের একজন ধরা হয় তাকে। স্বদেশী নেইমার বর্তমানে রয়েছেন বেশ ছন্দে তবুও কার্লসের কাছে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় রোনালদো। ‘আমার কাছে নেইমার, মেসি ও রোনালদোর ভেতর রোনালদোই সেরা।’

এ সময় বর্তমান ব্রাজিলিয়ান কোচ তিতের সমালোচনা করতেও পিছপা হননি এই ফুটবলার। ‘আমরা ব্রাজিলিয়ান ফুটবলের সেই আবহাওয়াটা হারিয়েছি। যেটা আমাদের জন্য খুব মনঃকষ্টের ব্যাপার। কিন্তু আমরা রক্ষণভাগকে বেশ ভালোভাবেই গুছিয়ে এনেছি।’

২০০২ সালের পর বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করতে পারেনি ব্রাজিল। সর্বশেষ বিশ্বকাপে ঘরের মাঠে সেমিফাইনাল খেলেছিল সেলেসাওরা। কার্লোস আশা প্রকাশ করছেন এবার অন্তত অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। ‘আমি আশা করবো এবার যেন বিশ্বকাপটি জয় করতে পারি। ২০০২ সালের পর আর পারিনি আমরা। আমার মনে হয়, এবারই সবথেকে ভালো সময় ব্রাজিলের বিশ্বকাপ জয়ের।’

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।