লুকাকুর জোড়া গোলে বিধ্বস্ত কোস্টা রিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ এএম, ১২ জুন ২০১৮

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি দারুণভাবেই শেষ করল টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’ বেলজিয়াম। রোমেলু লুকাকুর জোড়া গোলে কোস্টা রিকাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা।

ম্যাচে ইনজুরি-আক্রান্ত অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিকে ছাড়াই মাঠে নেমেছিল বেলজিয়াম। ব্যারান লুইজের দুর্দান্ত ভলিতে শুরুতেই এগিয়ে গিয়েছিল কোস্টা রিকা। সেই আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি লাতিন আমেরিকার দেশটির। মিনিট সাতেক পরই মেরটেন্সের গোলে সমতায় ফেরে বেলজিয়াম।

এই গোলের পরই মূলতঃ খেই হারিয়ে ফেলে কোস্টা রিকা। তাদের দুর্বল রক্ষণকে কাজে লাগিয়ে ৪২ ও ৫০ মিনিটে দুই বার বল জালে জড়ান ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। কোস্টারিকার জালে শেষ পেরেকটি ঠুকেন চেলসি স্ট্রাইকার মিচি বাটশুই। শেষপর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।

জয়ের দিনেও অবশ্য একটি দুশ্চিন্তা ভর করেছিল বেলজিয়ামের উপর। ম্যাচের ৭০তম মিনিটে পায়ের সমস্যার কারণে মাঠ ছেড়ে উঠে যান দলটির সেরা তারকা খেলোয়াড় এডিন হ্যাজার্ড। তবে দলের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, এই চোট গুরুতর কিছু নয়। পায়ের গোড়ালিতে সামান্যই ব্যথা পেয়েছেন চেলসির এই ফরোয়ার্ড।

এসএস/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।