কাতার বিশ্বকাপেও খেলবে ৩২ দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১১ জুন ২০১৮

ফুটবলের বিশ্বায়নের লক্ষ্যে কয়েক বছর ধরেই আলোচনা চলছে ৪৮ দল নিয়ে হবে ফুটবল বিশ্বকাপ। এই আলোচনায় সম্ভাবনা দেখা দিয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপেই ৪৮ দলের অংশগ্রহণের। তবে সোমবার আনুষ্ঠানিকভাবে ফিফা জানিয়ে দিয়েছে কাতার বিশ্বকাপেও খেলবে ৩২ দল।

জনপ্রিয় স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘এএস’ এর দেয়া তথ্য অনুযায়ী এখনই ৪৮ দলের বিশ্বকাপের পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা নেই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার। ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘এখনই আনুষ্ঠানিক সভায় ৪৮ দলের বিশ্বকাপ পরিকল্পনার ব্যাপারে আলোচনা সম্ভব নয়।’

বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ার রাজধানী মস্কোতে ফিফার সাধারণ সভার পরে এই কথা জানিয়েছেন ইনফান্তিনো। দশটি দক্ষিণ আমেরিকান ফেডারেশন ৪৮ দলের বিশ্বকাপের ব্যাপারে নিজেদের অভিমত তুলে নিলে ফিফা এই বিষয়টি আপাতত তুলে রাখার সিদ্ধান্ত নেয়।

তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণ না হলেও ২০২৬ সালের বিশ্বকাপে নিশ্চিতভাবেই ৪৮ দল খেলাবে ফিফা। আগামী বুধবার ঘোষণা দেয়া হবে ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশের নাম।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।