বাস্তবতায় নেমে এসেছে স্পেন : কোকে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪১ পিএম, ১১ জুন ২০১৮

শনিবার তিউনিশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে স্পেন। এর আগের প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছিলো লা রোজারা। এর মাধ্যমে বিশ্বকাপ জয়ের চিন্তায় বিভোর থাকা স্পেন বাস্তবতায় নেমে এসেছে বলে মনে করছেন দলটির মিডফিল্ডার কোকে। এছাড়া বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জিততে হলে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করতে হবে বলে মনে করেন অ্যাটলেটিকো মাদ্রিদের এ মিডফিল্ডার।

দলের বিশ্বকাপ ভাবনা নিয়ে কোকে বলেন, ‘কিছু দিনের মাঝেই আমরা বিশ্বকাপ শুরু করবো এবং সবাই প্রত্যেক ম্যাচেই তাদের সর্বোচ্চটা দেবে। মানুষ ভাবে না, আমরা প্রত্যেক ম্যাচেই ৫-০ কিংবা ৬-০ গোলে জিতবো। কারণ এমনটা হবে না। সবাই ভালো প্রতিদ্বন্দ্বিতা করে এবং সর্বোচ্চটা দেয়।’

সুইজারল্যান্ড-তিউনিশিয়ার সঙ্গে সংগ্রাম করার আগে আর্জেন্টিনার বিপক্ষে ৬-১ গোলের বড় জয় নিয়ে রীতিমত আকাশে উড়ছিল স্পেন। কোকে মনে করছেন, বাস্তবতা উপলব্ধির জন্য পরের এই ধাক্কাটা দরকার ছিল তাদের।

স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘এটা স্পষ্ট যে, আমরা আর্জেন্টিনার সাথে ৬-১ গোলে জেতার অবস্থান থেকে সুইজারল্যান্ডের সাথে ড্র এবং তিউনিশিয়ার সাথে ১-০ গোলে জেতার অবস্থানে এসেছি। তারা আপনাকে বাস্তবতায় নামিয়ে এনেছে। আমাদের সর্বোচ্চটা দিতে হবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ জিততে হলে।’

তবে কি স্পেন আগেভাগেই লক্ষ্যচ্যুত হয়ে গেলো? কোকে অবশ্য এই জায়গায় ছাড় দিতে নারাজ। তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতেই এসেছি। এটাই আমাদের লক্ষ্য। আমাদের এখন ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে। তাই আমরা এখন পর্তুগাল নিয়েই ভাবছি, অবশ্যই পা মাটিতে রেখে।’

ডিকেটি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।