সাম্পাওলির প্রতি কোন রাগ নেই রোমেরোর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১০ জুন ২০১৮

বিশ্বকাপ শুরুর আগে স্পেনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো। ফলে ছিটকে যান বিশ্বকাপ থেকেই। তবু তিনি থেকে গিয়েছিলেন দলের সাথেই। ইচ্ছে ছিল দলের সাথে রাশিয়া ভ্রমণের।

কিন্তু আর্জেন্টিনা দল বার্সেলোনা থেকে রাশিয়া চলে গেলেও, রোমেরো সঙ্গী হতে পারেননি সেই দলের। গুঞ্জন শোনা যাচ্ছে আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলির কারণেই দলের সাথে রাশিয়া যেতে পারেননি রোমেরো। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রোমেরো।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রোমেরো জানিয়েছেন কোচের উপর কোন রাগ নেই তার। রোমেরো বলেন, ‘সাম্পাওলির প্রতি আমার কোন রাগ বা ক্ষোভ নেই। আমার রাগ তাদের প্রতি যারা বলছে যে আমি রাশিয়া যেতে কোচের কাছে কান্নাকাটি করেছি।’

এসময় ইনজুরি কাটিয়ে ফেরার ব্যাপারে আত্মপ্রত্যয়ী দেখা যায় রোমেরোকে। নিজে ইনজুরি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনার হয়ে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। আমি ইনজুরি কাটিয়ে আবারও দলে ফিরবো। এমন ইনজুরি আমার জন্য নতুন নয়। ২০০৪ সালে ১৭ বছর বয়সে এমন ইনজুরির পরেও আমি ফিরে এসেছি।’

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।