পাকিস্তানে বানানো বল দিয়ে মাঠ মাতাবেন মেসি-রোনালদোরা!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৭ জুন ২০১৮

এবারের রাশিয়া বিশ্বকাপের অফিশিয়াল বল হিসেবে ‘টেলস্টার ১৮’ নামক ফুটবল ব্যবহার করা হবে তা অনেক পুরনো খবর। তবে এই বল কারা তৈরি করছে বা কোথা থেকে এই বল আসছে তা নিয়ে দর্শকের মাঝে আলাদা একটা কৌতূহল প্রতিবারই থাকে।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ন্যায় এবারও বিশ্বকাপের বল তৈরির দায়িত্ব পেয়েছে পাকিস্তানের শিয়ালকোটের একটি কোম্পানি। ২০১৪ বিশ্বকাপের সকল বলও এসেছিল এই কোম্পানি থেকে। ‘টেলস্টার ১৮’ নামের বিশ্বকাপের অফিসিয়াল বলটির ডিজাইন করেছে বিশ্ববিখ্যাত ফুটবল ব্র্যান্ড অ্যাডিডাস।

১৯৭০ থেকেই এই কাজটি করে আসছে তারা। গেল বছর আর্জেন্টাইন ও ফুটবল ক্লাব বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসিকে দিয়ে ‘টেলস্টার ১৮’ উদ্বোধন করা হয়। শিয়ালকোটের আলাদা একটি ইতিহাস আছে বিশ্বে ফুটবল রপ্তানির জন্য। বছরে রেকর্ড প্রায় ৪০-৬০ মিলিয়ন ফুটবল তৈরি হয় শিয়ালকোটের বিভিন্ন ফুটবল কারখানায়। মূলত চামড়া শিল্পের আধিক্যর জন্যই ফুটবল তৈরিতেও বিখ্যাত পাকিস্তানের পাঞ্জাবের এই শহরটি!

এসএস/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।