বিশ্ব শান্তির জন্য ইসরায়েলে যাচ্ছে না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৭ জুন ২০১৮

আর্জেন্টিনা-ইসরায়েল ম্যাচ বাতিল হলেও এখনও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ফুটবল মাঠের খেলা হলেও, এই ম্যাচ নিয়ে রাজনীতির অঙ্গনেও আঁচ পড়ছে। ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বাতিল করায় ফিলিস্তিনসহ যেমন অন্যান্য দেশের ফুটবল সমর্থকের বাহবা পাচ্ছেন মেসি-দিবালারা তেমনি ইসরায়েলের মানুষরাও ক্ষিপ্ত আর্জেন্টাইন ফুটবল দলের প্রতি। তবে খেলা বাতিল করার মূল কারণ কি ছিল তা নিয়ে এখনও জলঘোলা করছেন অনেকে।

তবে সকল প্রশ্নের জবাব দিলেন খোদ আর্জেন্টিনা ফুটবল দলের সভাপতি ক্লদিও তাপিয়া। বিশ্বকাপ প্রস্তুতির জন্য বর্তমানে বার্সেলোনাতে অবস্থান করছে পুরো আর্জেন্টিনা দল। বার্সেলোনার প্রিন্সেস সোফিয়া হোটেলে এক সংবাদ সম্মেলেন করে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বাতিলের কারণ দর্শালেন তাপিয়া। সেখানে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইসরায়েলের সঙ্গে খেলব না। আর আমরা দুঃখ প্রকাশ করছি ওইসব ইসরায়েলিদের কাছে যারা ম্যাচ দেখার জন্য নিজেদের পয়সা খরচ করে টিকিট কিনেছিল।’

messi-2

মাঠের খেলা আর খেলা নিয়ে সৃষ্ট রাজনৈতিক জটিলার বিষয়টিও পরিষ্কার করেন তাপিয়া। ‘আপনাকে মনে রাখতে হবে ফুটবল মাঠের খেলা, যা কিনা মাঠেই শুরু হয় আর সেখানেই শেষ হয়। আর যারা আমাদেরকে ভয় দেখিয়েছে, তারা সত্যিই আমাদেরকে ছোট করেছে। এসব পরিস্থিতি মাঝে মধ্যেই সৃষ্টি হয়। গেল ৭২ ঘণ্টায় আমাদের নিয়ে যা হল, যত রকমের সমালোচনা বা ভয়ভীতি দেখানো এসব কারণই মূলত আমাকে ম্যাচ বাতিল করতে বাধ্য করেছে। আমার প্রধান দায়িত্বই হচ্ছে সর্বপ্রথম আমার দলের সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা। সেদিক বিবেচনা করেই আমি আমার অবস্থান থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। আর আমি সকলকে অনুরোধ জানাচ্ছি বিশ্ব শান্তি রক্ষার জন্য যেন সকলে এই সিদ্ধান্ত মেনে নেয়।’

এসএস/আরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।