হাঁটুর ইনজুরিতে শঙ্কায় ওজিলের বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৭ জুন ২০১৮

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। এমন সময়ে খেলোয়াড়েরা সবাই সতর্ক থাকেন নিজেদের ফিটনেসের ব্যাপারে। কারণ একটু এদিক সেদিক হলেই হাতছাড়া হয়ে যেতে পারে স্বপ্নের বিশ্বকাপে খেলার সুযোগ। এর মাঝে ইঞ্জুরির কারণে অনেকের বিশ্বকাপ স্বপ্ন শেষও হয়ে গিয়েছে। তবে কি সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন জার্মান তারকা মেসুত ওজিল?

শনিবার জার্মানি অস্ট্রিয়ার মুখোমুখি হয় এক প্রস্তুতি ম্যাচে। ম্যাচটি তারা ২-১ গোলে হেরে যায়। জার্মানদের পক্ষে একমাত্র গোলটি করেন আর্সেনাল তারকা মেসুত ওজিল। কিন্তু ওই ম্যাচ চলাকালীন সময়েই তাকে দেখা গিয়েছে হাঁটু চেপে থাকতে।

জনপ্রিয় সংবাদ মাধ্যম বিল্ড জানিয়েছে সে ম্যাচের পর চারদিন দলের সাথে অনুশীলন করেননি তিনি। বুধবারে তাকে একা একা ফিটনেস অনুশীলন করতে দেখা গিয়েছে। তবে বিল্ড এও জানিয়েছে বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচ মিস করতে পারেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

ওজিলকে জার্মানি জাতীয় দল থেকে বাদ দেয়া হবে কিনা এ নিয়ে এখনো কিছু বলেনি জার্মানি জাতীয় দলের কর্তৃপক্ষ। গত দুইটি বিশ্বকাপেই জার্মানির আস্থার প্রতীক ছিলেন এ আর্সেনাল মিডফিল্ডার। তাই তারা আরেকটি বিশ্বকাপ সামনে রেখে ওজিলকে হাতছাড়া করতে চাইবে না।

ডিকেটি/এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।