‘রামোস করলেই দোষ’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ এএম, ০৬ জুন ২০১৮

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ কিন্তু এখনো ফুটবল বিশ্ব সরগরম রামোস-সালাহর ফুটবল মাঠের কাণ্ড নিয়ে। কিন্তু এবার সেই তালিকায় নতুন করে যোগ হলো লিভারপুল ফুটবলার কারিয়াসকে রামোসের কনুই দিয়ে আঘাত করা নিয়ে বিতর্ক। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রামোসের সাথে সেই সংঘর্ষের কারণে মাথায় চোট পায় কারিয়াস। সেই চোটের কারণেই পরিপূর্ণভাবে খেলায় আর মনোযোগ দিতে পারেননি লিভারপুল গোলরক্ষক। এমন অভিযোগে বেশ চটেছেন রামোস।

মিডিয়াডেট অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে কথা বলার এক পর্যায়ে কারিয়াস প্রসঙ্গকে একদমই কৌতুক বলে উড়িয়ে দেন রামোস। সালাহর ইনজুরি নিয়েও তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘সে আমার হাতের ভেতরে হাত ঢুকিয়ে রেখেছিল যার কারণে তাকে ফেলে দিতে বাধ্য হই। তারা আমাকে জুডো বানিয়ে দেয়। আমি এই ব্যাপারে তখন কথা বলতে চাচ্ছিলাম না কারণ এটা খেলার ভেতরেই মীমাংসা হয়ে গেছে। গোলরক্ষক যখন বললো আমার সঙ্গে আঘাত পেয়ে তার মানসিক অবস্থায় বিঘ্ন ঘটেছে সেটা একদমই হাস্যকর।’

ম্যাচ শেষে সালাহর প্রতি দুঃখপ্রকাশ করার পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন রামোস। ‘আমি সালাহর সঙ্গে ক্ষুদে বার্তায় কথা বলেছি। সে ভালো আছে। এটা নিয়ে এত কথা হতো না। রামোস কাজটা করেছে বিধায় দোষ হয়েছে। যখন আপনি মাদ্রিদে থাকবেন এবং দীর্ঘদিন ধরে জিততে থাকবেন তখন মানুষ আপনাকে নিয়ে ভিন্নভাবে কথা বলবেই।’

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।