ইসরায়েলে খেললে মেসির জার্সি পোড়াবে ফিলিস্তিনিরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৪ জুন ২০১৮

আগামী শনিবার জেরুজালেমে ইসরায়েলের বিপক্ষে খেলতে নামার কথা রয়েছে আর্জেন্টিনার। সেখানে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক এক প্রীতি ম্যাচ খেলবে হোর্হে সাম্পাওলির শিষ্যরা। আর অনুমিতভাবেই মাঠে নামতে পারেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আর এতেই যেন বেজায় ক্ষেপেছেন ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিব্রিল রাজব।

ফিলিস্তিনের সাথে ইসরায়েলের রাজনৈতিক দ্বন্দ্বের খবর নতুন কিছু নয়। সেই রাজনৈতিক ইস্যুর জের ধরে ফিলিস্তিনে হত্যাকাণ্ডও চালিয়েছে ইসরায়েল। এ অবস্থায় অন্যান্য দলগুলো যখন ইসরায়েলের সাথে খেলা বর্জন করছে তখনই আর্জেন্টিনা জাতীয় দল ইসরায়েলের সাথে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়।

রাজব মনে করছেন আর্জেন্টিনা ফুটবল দল এবং লিওনেল মেসি তাদের অনুভূতিতে আঘাত হেনেছেন। রজব বলেন, ‘সে (মেসি) একটি বিশাল প্রতীক এবং তাই আমরা তাকে ব্যক্তিগতভাবে চিহ্নিত করতে যাচ্ছি। আমরা সবাইকে বলেছি তার ছবি ও জার্সি পোড়াতে এবং তাকে বর্জন করতে। তবে আমরা এখনো আশা করছি মেসি সেখানে যাবে না।’

ডিকেটি/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।