আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৩ জুন ২০১৮

নেইমারকে নিয়ে তার ভক্ত-সমর্থকদের উদ্বেগের শেষ নেই। ব্রাজিলিয়ান তারকা কবে মাঠে ফিরবেন, বিশ্বকাপে খেলতে পারবেন তো, তার আগে মাঠে একটু দেখে নেয়া দরকার না? এমন হাজারও চিন্তা তাদের। ব্রাজিল দলের সঙ্গে অনুশীলন করলেও এখন পর্যন্ত মাঠে নামার সুযোগ হয়নি নেইমারের। তবে দলের কোচ তিতে জানিয়েছেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে আজকের প্রস্তুতি ম্যাচেই খেলবেন পিএসজি তারকা।

পায়ের পাতার হাড় ভেঙে অস্ত্রোপচারের নিচে যেতে হয়েছিল নেইমারকে। এজন্য গত ফেব্রুয়ারির পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সম্প্রতি অনুশীলনে ফিরেছেন। এবার তাকে দেখা যাবে মাঠেও।

বিশ্বকাপকে সামনে রেখে আজ বাংলাদেশ সময় রাত আটটায় লিভারপুলের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। দলের কোচ তিতে জানিয়েছেন, এই ম্যাচে খেলবেন নেইমার। তবে পুরো সময় নয়। চোটের ধকল কাটিয়ে মাঠে ফিরবেন বলে শুধু ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে খেলানোর পরিকল্পনা তিতের।

ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ নেইমারের খেলা নিয়ে বলেন, ‘সে বেঞ্চে থাকবে (শুরুতে)। কারণ এখনও সে চোট থেকে সেরে উঠার পর্যায়ে আছে। আমাদের পুরো দলকে প্রস্তুত রাখতে হবে। তাই সে দ্বিতীয়ার্ধে খেলবে।’

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে। যদি প্রীতি ম্যাচগুলো কোনো রকমের ঝক্কি-ঝামেলা ছাড়াই শেষ করতে পারেন নেইমার, তবে টুর্নামেন্টের প্রথম অংশ থেকেই তাকে পাবে দল।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।