বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের জার্সি নম্বর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০২ জুন ২০১৮

১৯৫৪ সালে বিশ্বকাপের ষষ্ঠ আসর থেকে নিয়মিত চলে আসছে বিশ্বকাপের জার্সিতে জার্সি নম্বর ব্যবহার প্রথা। আগের থেকেও অনেক বেশি চমক থাকে বর্তমানের জার্সি নম্বরে। এছাড়া খেলোয়াড়দের নিজস্ব নানান কুসংস্কার বা অবচেতন মনের নানান বিশ্বাস জড়িয়ে থাকে এই জার্সি নম্বরে।

আসন্ন রাশিয়া বিশ্বকাপে নিজেদের খেলোয়াড়দের জার্সি নম্বর ঘোষণা দেয়ার সময় সবাইকে চমকেই দিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেই তুলনায় খুব স্বাভাবিকভাবেই নিজেদের খেলোয়াড়দের জার্সি নম্বর জানিয়ে দিল আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল।

শুক্রবার বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের জার্সি নম্বর প্রকাশ করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল। কোন চমক ছাড়া প্রত্যেক খেলোয়াড়কে নিজেদের স্বাভাবিক জার্সি নম্বরই দিয়েছে ব্রাজিল।

জার্সি নম্বর এবং খেলোয়াড়দের নাম:
১। অ্যালিসন
২। থিয়াগো সিলভা
৩। মিরান্ডা
৪। জেরোমেল
৫। ক্যাসেমিরো
৬। ফিলিপে লুইস
৭। ডগলাস কস্তা
৮। রেনাতো আগুস্তো
৯। গ্যাব্রিয়েল হেসুস
১০। নেইমার
১১। ফিলিপে কৌতিনহো
১২। মার্সেলো
১৩। মারকুইনস
১৪। দানিলো
১৫। পাওলিনহো
১৬। ক্যাসিও
১৭। ফার্নান্দিনহো
১৮। ফ্রেড
১৯। উইলিয়ান
২০। ফিরমিনো
২১। টাইসন
২২। ফ্যাগনার
২৩। এদারসন

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।