ইতালির বিপক্ষে ফ্রান্সের সহজ জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০২ এএম, ০২ জুন ২০১৮

একসময়ের মহাপরাক্রমশালী দল ইতালি এখন প্রায় ম্রিয়মাণ। চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়েছে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে। তবে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর সাথে প্রস্তুতি ম্যাচ খেলে বেড়াচ্ছে ইতালি। সেখানেও খুব একটা সুবিধা করতে পারছে না তারা।

শুক্রবার ফ্রান্সের কাছে পাত্তাই পায়নি ইতালি। এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ফ্রান্স ম্যাচ জিতেছে ৩-১ গোলের ব্যবধানে। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল ফ্রান্স। জয় পেয়েছিল ইতালিও, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

নিজেদের ঘরের মাঠ নিসে শুরু থেকেই ইতালিকে চেপে ধরে ফ্রান্স। ম্যাচের অষ্টম মিনিটেই পেয়ে যায় ম্যাচের প্রথম গোল। আন্তোনিও গ্রিজম্যানের দুর্দান্ত ফ্রি-কিক খালি জায়গায় পেয়ে যান কাইলিয়ান এমবাপে। এই পিএসজি তারকার করা ভলি গোলরক্ষক ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেনি দলকে। গোলমুখে খালি জায়গায় বল পেয়ে যান বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। অনায়াসে বল জালে জড়িয়ে ম্যাচে প্রথম গোল করেন তিনি।

এগিয়ে গিয়ে আক্রমণের ধাঁর আরো বাড়ায় স্বাগতিক ফ্রান্স। সেই অর্থে তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারছিল না ইতালি। ম্যাচের ২৯তম মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যায় ফ্রান্স। ডি-বক্সের মধ্যে লুকাস হার্নান্দেজকে ফাউল করা হলে পেনাল্টি পায় তারা। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম গোলের ফ্রি-কিক নেয়া গ্রিজম্যান।

France-1

বিরতির আগেই অবশ্য ব্যবধান কমিয়ে আনে ইতালি। ৩৬তম মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে ফ্রান্সের গোলরক্ষককে প্রায় পরাস্ত করেই ফেলেছিলেন মারিও বালোতেল্লি। তবে দুর্দান্ত ক্ষিপ্রতায় লরিস এ যাত্রায় বল ফেরালেও, ফিরতি বল পেয়ে গোল করতে কোন ভুল করেননি ইতালির রক্ষণভাগের খেলোয়াড় লিওনার্দো বনুচ্চি।

২-১ গোলে গিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাদের সামনে সুযোগ আসে ব্যবধান বাড়িয়ে নেয়ার। দারুণ এক পাল্টা আক্রমণে কয়েকজনকে কাটিয়ে সোজা ডি-বক্সে ঢুকে পড়েন বার্সেলোনার ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে। কিন্তু গোলমুখে নেয়া তার জোরালো শট ফিরে আসে ক্রসবারে লেগে। গোলবঞ্চিত হয় ফ্রান্স।

তবে ম্যাচের ৬৫তম মিনিটে আর ভুল করেননি ২১ বছর বয়সী তরুণ তারকা ডেম্বেলে। ডি-বক্সের কিনারা থেকে নেয়া তার কোনাকুনি শট সরাসরি খুঁজে পায় জালের ঠিকানা। ৩-১ গোলে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের বাকি সময়ে দুই দলই বেশ কয়েকটি জোরালো আক্রমণ করলেও জালের ঠিকানা খুঁজে পায়নি সেগুলো। ফলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বকাপ শিরোপা প্রত্যাশী দল ফ্রান্স।

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে আগামী ১০ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাটি খেলবে ফ্রান্স।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।