বিশ্বকাপের জন্য মেসিকে যে পরামর্শ দিলেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০১ জুন ২০১৮

ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে অর্জনের কিছু বাকি নেই। কিন্তু জাতীয় দলে এখনও বড় সাফল্য পাননি। তাই বলে চাপ মাথায় নিতে হবে? লিওনেল মেসিকে মাথা ঠান্ডা রাখতেই বললেন আর্জেন্টাইন গ্রেট ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপের আগে উত্তরসূরীর জন্য একগাদা পরামর্শ দিয়ে রাখলেন ছিয়াশির নায়ক।

একটুর জন্য এবারের বিশ্বকাপের ট্রেনই মিস করতে যাচ্ছিল দুইবারের বিশ্বজয়ীরা। শেষ ম্যাচে ইকুয়েডরের সাথে মেসির হ্যাটট্রিকের কল্যাণে বিশ্বকাপের মূল পর্বের টিকিট জোটে আলবিসেলেস্তেদের কপালে।

গেল বিশ্বকাপে এক মেসির অবদানেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে ফাইনালে অতিরিক্ত মিনিটে করা মারিও গোৎসের করা একমাত্র গোলে জার্মানির বিপক্ষে হেরে স্বপ্ন-ভঙ্গ হয় আর্জেন্টাইনদের। তাতে জাতীয় দলের হয়েও কোন মেজর শিরোপা জয় অধরাই থেকে যায় মেসির। ম্যারাডোনা মনে করেন, এবারের বিশ্বকাপে ভালো-খারাপের ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত মেসির। শুধু নিজের সেরাটা দেয়ার দিকেই মনোযোগ দেয়ার পরামর্শ তার।

'ওমনিস্পোর্টস'কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার ছিয়াশির বিশ্বকাপ জয়ের নায়ক বলেন, ‘আমি মেসিকে শুধু বলতে পারি-তুমি খেলা চালিয়ে যাও, আর এটা উপভোগ কর। তার অবশ্যই সমালোচনা এড়িয়ে চলা উচিত, যদিও সে বিশ্বকাপ জিতুক বা নাই জিতুক। তার কোনো কিছুই প্রমাণ করার দরকার নেই। তার উচিত মাঠে খেলা উপভোগ করে তা চালিয়ে যাওয়া।’

কোচ হোর্হে সাম্পাওলি সম্পর্কে ম্যারাডোনা বলেন, ‘আমি তার সম্পর্কে জানি না। আমি জানি না সে কিভাবে খেলায়। কিন্তু আমি খেলোয়াড়দের চিনি। আর আমি জানি তারা নিজেদের সেরাটাই দিবে মাঠে।’

এবারের বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা নিয়ে ম্যারাডোনা বলেন, ‘আমি মনে করি তাদের জয়ের খুব ভালো সম্ভাবনা আছে। তবে আমি আর্জেন্টিনাকে ফেভারিটদের দলে রাখবো না। কেননা ফেভারিটরা কখনই জেতে না।’

এসএস/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।