নেইমার প্রতিদিনই ভালো হয়ে উঠছে : দানিলো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ৩১ মে ২০১৮

ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার ইনজুরিতে পড়েছিলেন গত ফেব্রুয়ারিতে। বিশ্বকাপকে সামনে রেখে তখনই অস্ত্রোপচার করানো হয়। সব ধরণের ফুটবল থেকে বিরত থাকেন এই পিএসজি তারকা। সেই সাথে নিজের পুণর্বাসন প্রক্রিয়াও শুরু করে দেন।

বর্তমানে ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আছেন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। সেখানে দলের সাথে নিয়মিত অনুশীলনও করছেন। ধারণা করা হচ্ছে, ব্রাজিলের পরবর্তী প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষেই মাঠে নামবেন তিনি।

দলের সেরা তারকার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সতীর্থ দানিলো বলেছেন , ‘এই দশ দিনে আমি তার সাথে অনেক কথা বলেছি। ট্রেনিং সেশনে প্রতিদিনই আমাদের কথা বলতে হয় এবং প্রতিদিনই সে আগের চেয়ে আরো ভালো এবং দ্রুততর সুস্থ হয়ে উঠছে। আমরা আশা করি সে বিশ্বকাপে খেলতে পারবে। যদি শতভাগ ফিট নাও হয়, তবু এর কাছাকাছি যেন হয়। কারণ আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ।’

এছাড়া চোটে ছিটকে পড়া দানি আলভেসকে নিয়েও কথা বলেছেন ম্যানচেস্টার সিটির এই রাইট ব্যাক। তিনি বলেন, ‘প্রথমত দানি আলভেসের ইনজুরি আমাদের ব্যথিত করেছে, কারণ সে আমাদের যা দিতে পারতো তা তুলনা হয় না। এতো বছর ধরে সে আমাদের লড়াকু মানসিকতার যোগান দিয়েছে এবং নেতৃত্ব দিয়েছে। কোনো সন্দেহ নেই, এটা বড় একটা ক্ষতি। কিন্তু ফ্যাগনার এবং আমি কঠোর পরিশ্রম করছি দলকে সাহায্য করা এবং অবদান রাখার জন্য। আমরা এতেই মনোযোগ দিচ্ছি।’

ডিকেটি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।