‘মাদ্রিদ যখন ট্রফি জিতছে বার্সা তখন ঘুমিয়ে’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ৩১ মে ২০১৮

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়েছে রিয়াল মাদ্রিদ। শেষ পাঁচ বছরের ভেতর চারবারই চ্যাম্পিয়ন হয় তারা। অথচ রিয়াল মাদ্রিদের এই আধিপত্যে একদমই চুপসে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ধারাবাহিকভাবে লা লিগা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের মত বড় টুর্নামেন্টে বাজে পারফর্ম করে হারাতে হচ্ছে ঐতিহ্য। বার্সেলোনার এমন ভরাডুবিতে তাদের নিয়ে কৌতুক করলেন ক্লাবটির সাবেক ফুটবল জাভি।

এল পেনালতিতে দেওয়া এক সাক্ষাৎকারে জাভি বলেন, ‘মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগের মত বড় আসর প্রতিনিয়ত জিতছে বার্সেলোনা তখন ঘুমিয়ে আছে। তারা দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে আসছে। আসল কথা হচ্ছে বার্সা যখন বিভিন্ন ট্রফি জিতছে তখন তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে।’

রিয়াল মাদ্রিদের প্রশংসা করলেও পরক্ষণেই আবার চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদের ভাগ্য নিয়েও নিজের অভিব্যক্তি জানান। এমনকি রেফারি নিয়েও সমালোচনা করেন। ‘মাদ্রিদের সবকিছুই তাদের পক্ষে ছিল। ইনজুরড খেলোয়াড় যেমন: নেইমার, রোবেন, বোয়াটেং। ফাইনালে লিভারপুলের সেরা খেলোয়াড় সালাহও ইনজুরিতে পড়ে। সেমিতে বায়ার্ন গোলকিপার নয়্যারও ছিল ইনজুরড।’

কয়েকদিন আগেই কাতারের ক্লাবের সঙ্গে আরো দুই বছরের চুক্তি বাড়িয়েছেন জাভি। যখনই সময় পান তখনই রিয়াল মাদ্রিদকে নানা বিষয় নিয়ে খোঁচা মারতে দেরি করেন না। বার্সেলোনার হয়ে ৮টি লা লিগা জয়ের পাশাপাশি জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও।

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।