রোনালদো-ইনিয়েস্তাকে নিয়ে পরিকল্পনা নেই ইরান কোচের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ৩০ মে ২০১৮

পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা স্প্যানিশ কিংবদন্তী মিডফিল্ডার ইনিয়েস্তা, কাউকে নিয়েই তেমন কোন মাথা ব্যাথা নেই ইরান কোচ কার্লোস কুইরোজের। সম্প্রতি স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুঙ্কারই দিলেন কুইরোজ। এবারের রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে একই সাথে পড়েছে স্পেন, পর্তুগাল, মরক্কো ও ইরান। বিশ্বকাপের হট ফেভারিট স্পেন আর বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের সাথে পড়ে মোটেও ভীত নন এই কোচ। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই বিশ্বকাপে সাফল্য আনতে চান সাবেক এই পর্তুগিজ কোচ।

প্রথমত এত কঠিন এক গ্রুপ, তার উপরে তারকায় ঠাসা স্প্যানিশ ও পর্তুগিজ দল। রোনালদো অথবা ইনিয়েস্তাকে আটকাতে মাঠে আলাদা কোন পরকল্পনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে কুইরোজ বলেন, ‘না, মোটেও নেই। আমরা মাঠে ৯০ মিনিট লড়াই করার জন্য সচেষ্ট থাকব। আমরা জানি এই স্পেন আগের চেয়ে অনেক পরিবর্তিত। আমাদের বাছাই পর্বের ম্যাচগুলোতে আমরা ৬০-৭০% বল পায়ে রাখার চেষ্টা করেছিলাম। তবে এখন আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে কেননা এটা বিশ্বকাপ। আমাদের মন মানুষিকতা পাল্টে মাঠে নামতে হবে।’

ইনিয়েস্তা সম্পর্কে কুইরোজ বলেন, ‘অনুপ্রেরণাই আমাদের প্রধান শত্রু। আমাদের ইনিয়েস্তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করে কোন লাভ নেই কেননা স্পেন কোচ হয়ত তার পরিবর্তে সিলভা, ইস্কো, আসেন্সিও কিংবা পিকেকে নিয়েই তার পরিকল্পনা সাজালো। ব্যাক্তিগতভাবে কোন কিছু ভাবার সময় নেই আমাদের। আমাদের সকল কিছুর জন্য প্রস্তুতি নিতে হবে, আর প্রত্যেক ম্যাচে সেই অনুযায়ী কাজ করতে হবে। সমস্যাগুলোর মূল খুঁজে তা উপরে ফেলে সামনে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।’

এসএস/আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।