বিশ্বকাপে সেরাটাই খেলবে ব্রাজিল : সিলভা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০২ পিএম, ৩০ মে ২০১৮

এবারের রাশিয়া বিশ্বকাপের হট ফেবারিটদের তালিকায় সবার উপরে ব্রাজিলেরই নাম। অন্যান্য দলগুলোর তুলনায় কিছুটা হলেও সব দিক থেকে এগিয়ে তিতের ব্রাজিল। দলের রক্ষণসেনা থিয়াগো সিলভাও বলেছেন এবারের বিশ্বকাপে সেরাটাই দিতে যাচ্ছেন তারা।

‘আমরা নিজেদেরকে বিশ্বকাপের জন্য তৈরি করেছি। প্রথমে দুঙ্গার সঙ্গে আর এখন তিতের অধীনে। আর এই দুই বছরে আমরা নিজেরদের অনেক উন্নতি করেছি। আরেকটি বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে আর নিজেদের ইতিহাস নতুন করে লেখার সুযোগ পাচ্ছি। আমরা শিরোপার নিশ্চয়তা দিতে পারছি না তবে দারুণ কিছু ম্যাচ দর্শকদের উপহার দেওয়ার নিশ্চয়তা দিতে পারব। পরের ম্যাচে আমাদের সেরাটাই দেখতে পারবেন আপনারা, আর বিশ্বকাপের সময়ে সেরা কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য।’

সবসময়ই বিশ্বে বাঘা বাঘা সব আক্রমণভাগের খেলোয়াড় জন্ম দিয়ে এসেছে ব্রাজিল। আর তাদের খেলার ধরণও হয়ে এসেছে সকলের চেয়ে ভিন্ন ও দুর্দান্ত। এবারের বিশ্বকাপে দলের আক্রমণভাগ সামলাবে নেইমার, হেসুস এবং কৌতিনহোর মত বর্তমান বিশ্ব সেরারা।

পূর্বের প্রজন্ম আর বর্তমান প্রজন্মের পার্থক্য নিয়ে সিলভা বলেন, ‘প্রত্যেক প্রজন্মেরই আলাদা আলাদা খেলার ধরন, ইতিহাস এবং শিরোপা আছে। আমরা তাদের চেয়ে আলাদা, তাই আমি তুলনাও করতে চাচ্ছি না। আমরা আমাদের মত আমাদের খেলোয়াড় দিয়ে ইতিহাস তৈরি করতে যাচ্ছি। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করছি এবং আমরা তার কাছাকাছিই আছি। এখন প্রস্তুতি নিচ্ছি এবং সামনে আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ আছে যা আমাদেরকে বিশ্বকাপের আগে আরও প্রস্তুত করে তুলবে।’

বয়স বলতে বলতে ৩৩ এ গিয়ে ঠেকলেও দলের জন্য নিজের সেরাটাই দিতে চান এই পিএসজি তারকা। নিজের বয়স নিয়ে সিলভা বলেন, ‘আমার কাছে আমি আমার ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছি সেরাদের সাথে থেকে। আমি ৩৩ বছরে পৌঁছে গিয়েছে তা ঠিক, তবে এখনও আমার কাছে আমাকে তরুণ মনে হয়। বিশ্বকাপে আমি আমার সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব।’

এসএস/আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।