গার্দিওলার অধীনে খেলতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ৩০ মে ২০১৮

গেল মৌসুমেই ট্রান্সফার ইতিহাসের সব রেকর্ড ভেঙে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। তবে ইতোমধ্যেই তার দল পরিবর্তনের গুঞ্জন জোরালো হয়ে উঠেছে। তার সম্ভাব্য গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদকে ধরা হলেও পিএসজি তারকা জানিয়েছেন, ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলার অধীনে খেলতে চান তিনি।

বর্তমানে জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পে অবস্থান করছেন নেইমার। 'ইএসপিএন ব্রাজিল'কে দেয়া এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আমি সবসময়ই গার্দিওলার সাথে কাজ করতে চেয়েছি। সে আলাদা। আমি বার্সেলোনায় আসি তাঁর চলে যাওয়ার এক বছর পর। আমি আসলেই তাঁর সাথে কাজ করতে চাই।’

উল্লেখ্য যে, চার বছরে বার্সেলোনাকে ১৪ টি শিরোপা জিতিয়ে ২০১২ সালে বার্সা ছেড়েছিলেন বর্তমান ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। আর নেইমার বার্সেলোনায় আসেন ২০১৩ সালে। সেখানে চার বছর কাটিয়ে এখন পিএসজিতে রয়েছেন ব্রাজিলের এ তারকা ফুটবলার।

ডিকেটি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।