বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন হবে, কী থাকবে?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ এএম, ৩০ মে ২০১৮

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। যারা খেলার খোঁজখবর রাখেন, তারা সবাই জানেন আর দুই সপ্তাহ পরেই মাঠে গড়াচ্ছে 'গ্রেটেস্ট শো অন দ্য আর্থ'। তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি কোথায় হবে, সেটি কি সবাই জানেন? কিংবা অনুষ্ঠানে কি কি আয়োজন থাকবে?

উদ্বোধনী অনুষ্ঠানটি সুন্দর না হলে টুর্নামেন্টের শুরুটাই যেন ম্যাড়ম্যাড়ে হয়ে যায়। আর ভালো হলে সেটা মনে দাগ কেটে থাকে অনেকটা দিন। ২০১২ লন্ডন অলিম্পিকের জমকালো আয়োজনই যেমন এখনও তরতাজা ক্রীড়াপ্রেমীদের মনে।

চার বছর আগে (২০১৪ সালে) ব্রাজিল বিশ্বকাপের কথাই ধরুন না! জেনিফার লোপেজ আর পিটবুলের কি স্টেজ মাতানো পারফরম্যান্সই না ছিল! ২০১৮ সালেও এমন একটি উদ্বোধনী অনুষ্ঠান থাকছে। সেটি ১৪ জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচের ঘন্টাখানেক আগেই।

mascot

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি হবে লুঝনিকি স্টেডিয়ামে, যাতে ৮০ হাজারের মতো দর্শক ধারণ ক্ষমতা। এই স্টেডিয়ামেই ১৫ জুলাই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে।

তো এবারের অনুষ্ঠানে কি থাকছে? বিশ্বকাপের থিম সং 'লিভ ইট আপ' ইতোমধ্যেই সবার মুখে মুখ। এই সং নিয়েই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হবেন উইল স্মিথ আর নিকি জ্যাম। এছাড়াও অনুষ্ঠানে থাকবে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। রাশিয়ান সংস্কৃতির অনেক অজানা বিষয় ফুটিয়ে তোলা হবে অনুষ্ঠানে। মাঠ ভরা দর্শকের সামনে জিমন্যাস্ট এবং ট্র্যামপোলিনিস্টদেরও পারফরম্যান্স দেখানোর কথা রয়েছে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।