ইতালির বিশ্বকাপে না থাকা দুঃখজনক : ইনফান্তিনো
ইতালিকে ধরা হয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটি দল। জমাট রক্ষণ আর সৃষ্টিশীল মিডফিল্ড দিয়ে প্রতি বিশ্বকাপেই সমালোচকদের প্রশংসা কুড়ায় আজ্জুরিরা। ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপেও চারবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু সেই ইতালিই এবার বিশ্বকাপের বাছাইপর্বই পেরুতে পারেনি। সুইডেনের কাছে প্লে অফে ১-০ গোলে হেরে ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। রাশিয়া বিশ্বকাপে ইতালির না থাকায় অনেকটাই রঙ হারিয়েছে বিশ্বকাপ। আর ইতালির বিশ্বকাপে না থাকাটা দুঃখজনক বলে মনে করছেন ফিফার সভাপতি জিওভান্নি ইনফান্তিনো।
রাই স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা একজন ইতালিয়ান হিসেবে বেদনাদায়ক কিন্তু একজন ফুটবলপ্রেমী হিসেবেও যখন চিন্তা করি আজ্জুরিদের জার্সি বিশ্বকাপে থাকবে না তখনও এটা কষ্ট দেয়। ইতালিয়ান ফুটবলের সবচেয়ে ওপরে থাকার কথা। রোমা, জুভেন্টাস, নাপোলি দেখিয়েছে তারা ভালো আন্তর্জাতিক ফলাফলও আনতে পারে। সম্ভবত ইতালির খেলোয়াড়দের আরো বেশি ব্যবহার করা উচিত কিন্তু সেখানে খেলার যে মান রয়েছে তা প্রশংসনীয়।’
‘আপনি যদি স্পেন এবং জার্মানির দিকে দেখেন তাহলে বুঝবেন তারা তাদের যুবদলের একাডেমী দিয়ে সব শুরু করেছিল। ইতালিরও শার্টের হাতা গুটিয়ে কঠোর পরিশ্রম করা উচিত বয়স পর্যায় থেকে খেলোয়াড়দের গড়ার জন্য।’
মঙ্গলবার ইতালির নতুন কোচ রবার্তো মানচিনির কোচ হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে। তাঁকে শুভকামনা জানিয়ে ইনফান্তিনো বলেন, ‘আমি মানচিনির জন্য শুভকামনা জানাচ্ছি। সে একজন ভালো খেলোয়াড় ছিলো এবং কোচ হিসেবে তাঁর সামর্থ্যও আগে দেখিয়েছে। তার কাছে কোন জাদুর কাঠি নেই তাকে কাজ করে সফল হতে হবে।’
এছাড়া বালোতেল্লির ইতালি জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়েও কথা বলেছেন ফিফা সভাপতি। তিনি বলেন, ‘বালোতেল্লি ইতোমধ্যেই প্রমাণ করেছে সে কি করতে পারে। তাকে জাতীয় দলে পুনরায় স্বাগতম। আশা করি সে গোল করা চালিয়ে যাবে এবং ইতালিকে আগের অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে।’
ডিকেটি/আরআর/এমএস