‘ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু বলতে পারে না’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৭ মে ২০১৮

শনিবার রাতে কিয়েভে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের ১৩ তম উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলে রিয়াল মাদ্রিদ। এটি ছিলো রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা এবং গত পাঁচ বছরের মধ্যে চতুর্থ শিরোপা। আর এ চারটি শিরোপার পেছনেই সবচেয়ে বড় ভূমিকা ছিলো দলটির পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর। ১৫টি গোল নিয়ে গত ছয় আসরের মতো এ আসরেও হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।

তবে এমনই এক খুশির সময়ে রীতিমত বোমা ফাটালেন রোনালদো। কিয়েভে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলে, ‘এখন সময় উপভোগ করার। এবং আসন্ন দিনগুলোতে সমর্থকেরা আমার উত্তর জানতে পারবে যারা আসলেই আমার পাশে ছিলো। আমার জন্যে রিয়াল মাদ্রিদে থাকতে পারাটা বেশ সুখকর ছিলো। সামনের দিনগুলোতে আপনারা আমার উত্তর পাবেন। এখন আমাদের এই মূহুর্তটা উপভোগ করা উচিত। একজন খেলোয়াড়ের ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। আমরা ইতিহাস সৃষ্টি করেছি।’

রোনালদোর দেয়া এ বক্তব্য তার রিয়াল মাদ্রিদ থেকে বিদায়ের ইঙ্গিতই করছে। তবে পুরো ব্যাপারটা এখনো ধোঁয়াশায় রয়েছে। যা আরো ঘোলাটে হয়ে যায় তাঁর দেয়া পরবর্তী সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘আমি বলছি না আমি চলে যাবো। আমি বলেছি সামনের দিনগুলোতে আমরা বিষয়টা দেখবো। তারা আমার কথাকে ভুলভাবে নিয়েছে। আমার কথাটা বলাই উচিত হয়নি। আমি এখন কথা না বলে এই মূহুর্তটাকে সর্বোচ্চভাবে উপভোগ করতে চাই।’

‘আমি সেটা বলতে চাইনি কিন্তু আমি এর জন্যে দুঃখিতও নই। এটাই প্রকৃত অবস্থা যা এখন ঘটছে কিন্তু কখনো কখনো আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ব্যাপারটা টাকার সাথে জরিত নয়। আমার সেটা আছে। সেটা আমার জন্য সমস্যা নয়।’

‘আমি গ্যারান্টি দিতে পারছি না যে আমি রিয়াল মাদ্রিদে থাকবো। কিন্তু এটা এ নিয়ে কথা বলার সময় নয় যেহেতু মাদ্রিদ ইতিহাস তৈরী করেছে। কিন্তু আমি কিছু লুকাতে যাবো না। মাদ্রিদের চেয়ে ভালো কোন জায়গা পাওয়া কঠিন। এটা পৃথিবীর সেরা ক্লাব। কিন্তু জীবন শুধু সাফল্যের ব্যাপারই না।’

তবে ধারণা করা হচ্ছে এর সাথে বেতনবৃদ্ধির ব্যাপারও জড়িত থাকতে পারে যার ব্যাপারে রোনালদো ডিসেম্বরে বলেছিলেন। এএস এর বরাত দিয়ে, তখন প্রচারিত্ হয়েছিলো এই কথা। সেই সাথে এটাও বলা হয়েছিলো রোনালদো নাকি তাঁর কিছু সতীর্থ্যদের বলেছেন মৌসুম শেষে তিনি ক্লাব ছাড়বেন।

তবে ক্লাবটির কোচ জিনেদিন জিদান বুঝতে পারছেন না কেন রোনালদো এ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ‘সে অবশ্যই থাকবে। সে আমাদের সাথে থাকবে।’

এ ব্যাপারে ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকেও জিজ্ঞেস করা হয়। পেরেজ বলেন, ‘এসব জিনিস আমাকে আজকের মতো দিনে জিজ্ঞেস করবেন না। সবারই কথা বলার অধিকার রয়েছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিস সেটি হচ্ছে এই ক্লাব। আর আমরা সবাই এখন চ্যাম্পিয়নস লিগ জয় উৎযাপন করছি। ‘

‘আমি একজন খেলোয়াড়ের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না। সে এখানে খুশি ছিলো, খুশি আছে এবং খুশি থাকবে। তাঁর আমাদের সাথে চুক্তি রয়েছে। মাদ্রিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি একটি ক্লাব যাদের ১৩টি ইউরোপিয়ান কাপ রয়েছে।’

তারপর রোনালদোর সাথে তাঁর সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করা হলে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট বলেন, ‘আমি আনন্দিত যে ক্রিস্টিয়ানোর আমার মতোই পাঁচটি ইউরোপিয়ান কাপ রয়েছে। আমার সাথে তার সম্পর্ক খুবই ভালো। আমরা টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছি এবং পাঁচ বছরে চারবার। তারা সবাই খুশি।’

অন্যদিকে দলটির কিয়েভের নায়ক গ্যারেথ বেলও ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তবে দলে সবাইকে রাখার ব্যাপারে আশাবাদী ফ্লোরেন্তিনো পেরেজ। একই সাথে নতুন কোন খেলোয়াড়কে দলে আনাতেও তাঁকে খুব একটা উৎসাহী দেখা গেলো না। তিনি বলেন, ‘আমাদের দুর্দান্ত একটি দল রয়েছে। আমাদের প্রতিটা পজিশনেই সেরা খেলোয়াড়েরা রয়েছে। এই কারণেই আমরা এখন বিশ্ব ফুটবলকে নেতৃত্ব দিচ্ছি। আমি কাউকে সাইন না করালেও ব্যথিত হবো না।’

ডিকেটি/আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।