রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৭ মে ২০১৮

গেল পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার এক শিরোপার বিপরীতে রিয়াল মাদ্রিদের চার শিরোপা। চারটির ভেতর আবার শেষের তিনটি টানা জিতেছে জিদানের দল। স্পেনের দুই দলের এমন দাপটে অনেকটা অসহায় ইউরোপের অন্যান্য ক্লাবগুলো। দু’দলের খেলোয়াড়দের মাঝে দূরত্ব থাকলেও ক্লাবের মাঝে রয়েছে সৌজন্যতাবোধ। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানিয়েছে বার্সেলোনা ফুটবল ক্লাব।

real-madrid

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বার্সেলোনা ক্লাব তাদের অফিশিয়াল আইডিতে রিয়ালকে অভিনন্দন জানিয়ে পোস্ট করে। ‘ অভিনন্দন রিয়াল মাদ্রিদ। ২০১৭-১৮ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য।’

বর্তমান মৌসুমে লিগ এবং ঘরোয়া কাপ ট্রফির শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে গেল তিন বছর যাবত কোয়ার্টার ফাইনালেই আটকে আছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাসের পর এবার রোমার কাছে কোয়ার্টারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মেসিদের।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।