বিশ্বকাপের আগে ইনজুরিতে কার্ভাহাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪৩ এএম, ২৭ মে ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বোধহয় আরো একজনের বিশ্বকাপ স্বপ্নকে কেড়ে নিতে যাচ্ছে। ম্যাচের প্রথমার্ধের ২৭ মিনিটে ইনজুরিতে কান্নায় মাঠ ছাড়েন লিভারপুলের তারকা ফুটবলার মোহামেদ সালাহ। এর ঠিক ১২ মিনিটে পরেই ইনজুরিতে পড়েন রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক কার্ভাহাল।

গোলশূন্য প্রথমার্ধের ৩৭ মিনিটে ডান পাশে বিপক্ষ দলের রক্ষণভাগে যাওয়ার সময় পায়ে টান লাগে কার্ভাহালের। ডাক্তার কিছুক্ষণ সুস্থ করার চেষ্টা করলেও কার্ভাহাল বুঝে গিয়েছিলেন তার ফাইনাল শেষ। কান্নায় রাগে মাটি চাপড়াচ্ছিলেন স্প্যানিশ এই ফুটবলার।

স্পেনের হয়ে ২৩ সদস্যের বিশ্বকাপ দলে ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন কার্ভাহাল। তার ইনজুরি কতটা গুরুতর সেটা এখনো বলা যাচ্ছে না। ফাইনালের ম্যাচের পর পরীক্ষা করেই জানা যাবে তিনি বিশ্বকাপের আগে সুস্থ হবেন কিনা।

আরআর/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।