ব্রাজিলের একাদশে জায়গা করে নিতে চান ফ্রেড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৫ মে ২০১৮

ব্রাজিল কোচ তিতে আগেভাগেই ঘোষণা করে দিয়েছেন ২৩ সদস্যের বিশ্বকাপ দল। আর তাতে চমক হিসেবে জায়গা পেয়েছেন শাখতার দোনেতস্কের মিডফিল্ডার ফ্রেড। একাদশে জায়গা অনিশ্চিত হলেও সে জায়গা অর্জন করে নিতে চান এই মিডফিল্ডার।

আর জন্যে ফ্রেড প্রেরণা খুঁজছেন ১৯৯৪ বিশ্বকাপের ম্যাজিনহো এবং ২০০২ বিশ্বকাপের ক্লেবারসন থেকে। এদের দুইজনই বিশ্বকাপ শুরু করেছিলেন বেঞ্চে থেকে কিন্তু টুর্নামেন্ট গড়ানোর সাথে সাথে একাদশে জায়গা নিশ্চিত করে ফেলেছিলেন। ফ্রেড একাদশে নিজের জায়গা পাওয়া নিয়ে বলেন, ‘আমি তাদের (ম্যাজিনহো এবং ক্লেবারসন) থেকে অনুপ্রেরণা নিতে পারি। তারা নিজেদের জায়গা পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেছিলেন। আমারও যদি একাদশে জায়গা পেতে হয়, তাহলে কঠোর পরিশ্রম করে জায়গা অর্জন করে নিতে হবে।’

ব্রাজিল কোচ তিতে অবশ্য ফ্রেডকে একাদশে নেয়ার ব্যাপারে ভীষণ ইতিবাচক। বর্তমান ট্রেনিং ক্যাম্পে তিনি নেইমার এবং জেসুসের সঙ্গে উইলিয়ানকে খেলাচ্ছেন। এর ফলে কৌতিনহোকে নিজের জায়গায় খেলাতে পারবেন তিতে। আর উইলিয়ানকে একাদশে আনা হলে বাদ পড়তে পারেন রেনাতো অগাস্টো। আর সেখানেই ফ্রেডের খেলার সুযোগ রয়েছে।

এদিকে, ম্যানচেস্টারের দুই ক্লাব ফ্রেডকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে। ফ্রেড স্বীকার করেছেন, জানুয়ারিতে ম্যানচেস্টার সিটির কাছ থেকে অফার পেয়েছিলেন তিনি। আর এখন তো ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের কথাও শোনা যাচ্ছে। তবে এসবে বিচলিত নন এ মিডফিল্ডার। তিনি বলেন, ‘সম্ভবত বিশ্বকাপের পর আমি আমার সিদ্ধান্ত নেব। এখন শুধুই বিশ্বকাপ নিয়ে ভাবছি।’

ডিকেটি/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।