বিশ্বকাপে এখনো অনিশ্চিত আর্জেন্টাইন মার্কাদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৪ মে ২০১৮

ইনজুরিতে জর্জরিত পুরো আর্জেন্টিনা দল। সম্প্রতি ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন আর্জেন্টিনা দলের প্রধান গোলকিপার সার্জিও রোমেরো। তাছাড়া ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ হননি আর্জেন্টিনার ২৩ সদস্যের দলে থাকা সার্জিও আগুয়েরো ও লুকাস বিলিয়া। এবার নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে দলের আরেক সদস্য গাব্রিয়েল মার্কাদোকে নিয়ে।

পুরনো পিঠের ইনজুরির কারণে মৌসুমের শেষ দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টিনার রক্ষণভাগের ফুটবলার মার্কাদো। সেভিয়ার হয়ে খেলা এই ফুটবলার অনুশীলনে ফিরলেও এখনো স্বাভাবিকভাবে অনুশীলন করতে পারছেন না পুরো দলের সাথে।

আর্জেন্টিনার কোচিং স্টাফরা আগামী ১ জুন পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে। যদি এর ভেতর তার অবস্থা সন্তোষজনক না হয় সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে পারেন তিনি। জুনের ৪ তারিখের মধ্যেই বিশ্বকাপের ২৩ সদস্যের দল ফিফার কাছে পাঠাতে হবে প্রত্যেক দেশকে। সেক্ষেত্রে মার্কাদো সুস্থ না হলে তার পরিবর্তে সুযোগ পাবেন অন্য কেউ। তার সমস্যা হলেও আগুয়েরো কিংবা বিলিয়ার তেমন সমস্যা হচ্ছে না অনুশীলনে।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।