প্রত্যাশার চেয়েও দ্রুত সুস্থ হয়ে উঠেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৪ মে ২০১৮

গত ২৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন নেইমার। চোটটা গুরুতরই ছিল, পায়ের হাড় ভেঙে যাওয়ায় পরে অস্ত্রোপচারের নিচেও যেতে হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারকে। শঙ্কা এমনই বেড়ে গিয়েছিল যে, মনে হচ্ছিল বিশ্বকাপটাও মিস করতে পারেন পিএসজি ফরোয়ার্ড।

তবে বেশ দ্রুত গতিতেই সুস্থ হয়ে উঠেছেন নেইমার। জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের ২৩ সদস্যর মূল দলে। কিছুদিন আগেই ফিরেছেন পিএসজির হয়ে অনুশীলনেও। তবে মাত্র একদিন ক্লাবের সাথে অনুশীলন করেই তিনি ফেরেন ব্রাজিলে। এসে যোগ দেন ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে। সেখানেই এখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন সদ্য ইনজুরি ফেরত এই উইঙ্গার।

নেইমারের এত দ্রুত ফিরে আসা নিয়ে দারুণ উচ্ছ্বসিত ব্রাজিলের ট্রেনার ফেবিও মাহসেরেজিয়ান। তিনি মনে করছেন, প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে এই ফরোয়ার্ডের, ‘সে প্রতিদিন অনুশীলন করছে, আর তার অগ্রগতি প্রত্যাশার চেয়েও বেশি। যতটা সময় লাগবে বলে আমরা ভেবেছিলাম, তার আগেই সে পুরোপুরি সুস্থ মাঠে নামার জন্য।’

গত মার্চেই অবশ্য নিশ্চিত হওয়া গিয়েছিল যে বেশ ভালোভাবেই নিজের পূর্বের অবস্থানে ফিরছেন নেইমার। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছিলেন, ‘ধীরে ধীরে ও তার পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে। বিশ্বকাপের জন্য তার পরবর্তী ধাপ হচ্ছে পুরো দলের একত্রে অনুশীলন আর তারপর মাঠে নামা। তার সুবিধার জন্যই এভাবে আমরা এগিয়ে যাচ্ছি।’

আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে সেলেকাওরা।

এসএস/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।