সাম্পাওলির খেলার মেরুদণ্ড নেই : ম্যারাডোনা
আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিলো ১৯৮৬ সালে। লাতিন আমেরিকার এ দেশটিকে সেবার একক নৈপুণ্যে বিশ্বকাপ জিতিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়াগো ম্যারাডোনা। তারপর থেকে ফুটবলের এ আসরে ট্রফির মুখ দেখেনি আলবিসেলেস্তারা। ম্যারাডোনা ফুটবলের পাশাপাশি একজন ভালো সমালোচকও বটে। আর্জেন্টিনার কোন কোচই তাঁর সমালচনার হাত থেকে রেহাই পান না। তারই ধারাবাহিকতায় বর্তমান আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির সমালোচনায় সরব দেখা গেলো আর্জেন্টাইন এ কিংবদন্তিকে।
ম্যারাডোনা আরব গণমাধ্যম ‘দ্যা টেন’ এর কাছে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ আমি খেলোয়াড়দের বিশ্বাস করি কিন্তু তাদের কোচকে নয়। তাঁর কোন সংজ্ঞায়িত পরিকল্পনা নেই। তার খেলার কোন মেরুদণ্ডই নেই যখন সে আক্রমণ করায় কিংবা আক্রমণ সামলায়। সোমবারের কনফারেন্সে সে বলেছে সে ২-৩-৩-২ ফর্মেশনে দলকে খেলাবে। এটা হাস্যকর। এখন আর এ পদ্ধতিতে খেলা হয় না। এটা ৩০ এর দশকের ফর্মেশন।’
ম্যারাডোনা আরো বলেন, ‘খেলোয়াড়েরা কোন সমস্যাই নয়। সমস্যা হচ্ছে যারা তাদের দিকনের্দশনা দেয় তারা। যদি কোচের নিজেরই অস্বচ্ছ চিন্তাভাবনা থাকে তাহলে খেলোয়াড়েরা মাঠে মিরাকল ঘটাতে পারবে না।’
তবে আর্জেন্টিনাকে নিয়ে ম্যারাডোনার অনেক সংশয় থাকলেও আলবিসেলেস্তেরা গ্রুপ পর্ব সহজেই উৎরাতে পারবে বলে তাঁর বিশ্বাস। ‘এই তিনটি দল সহজ প্রতিপক্ষ হবে না আর্জেন্টিনার জন্য যাদের কোন অভিজ্ঞতা নেই, নেতা নেই এবং কোন গেমপ্ল্যান নেই। আমি মনে করি, আমরা আমাদের সম্মানকে ঝুঁকিতে ফেলে দিয়েছি যা আমরা অর্জন করেছিলাম চ্যাম্পিয়ন হয়ে। সেটিকেই আমরা এখন ছুঁড়ে ফেলে দিচ্ছি।’
অন্যদিকে গতবার খুব কাছে গিয়েও বিশ্বকাপ যেটা হয়নি মেসির। একটি বিশ্বকাপ মেসির লালিত স্বপ্ন। সমালোচকদের মতে সেরা হওয়ার জন্য দেশের হয়ে একটি ট্রফি জিততেই হবে তার কিন্তু তাদের সে নিয়মের ধার ধারেন না ম্যারাডোনা। তিনি বলেন, ‘মেসির কিংবদন্তি হওয়ার জন্য কোন বিশ্বকাপ দরকার নেই। সে ইতোমধ্যেই একজন কিংবদন্তি; সেটা হোক বিশ্বকাপসহ কিংবা বিশ্বকাপ ছাড়া।’
ডিকেটি/আরআর/পিআর