নেইমারের রিয়ালে আসা নিয়ে সন্দিহান রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৩ মে ২০১৮

গত মৌসুমেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বার্সা ছেড়ে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। এক বছর ঘুরতে না ঘুরতেই তার দলবদল নিয়ে আবারো সরব গণমাধ্যম। মনে করা হচ্ছে এবার পিএসজির এই তারকার সম্ভাব্য গন্তব্য তার সাবেক ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

তবে নেইমারের রিয়াল মাদ্রিদে আসা নিয়ে সন্দিহান দলটির পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ রিয়াল মাদ্রিদ ফুটবলার বলেন, ‘মাদ্রিদকে ঘিরে প্রতিনিয়তই নতুন ট্রান্সফার নিয়ে আলোচনা হয়। আমি এখানে আট বছর যাবৎ আছি এবং কমপক্ষে ৫০ জনের এখানে আসার কথা শুনেছি কিন্তু দিনশেষে তাদের কেউই এখানে আসে না। ’

অন্যদিকে নেইমারের মতো রোনালদোকে নিয়েও প্রতি ট্রান্সফার মৌসুমেই অনেক গুজব ছড়ায় কিন্তু আট মৌসুম ধরে লস ব্ল্যাঙ্কোসদের জার্সি গায়েই মাঠ মাতাচ্ছেন এ পর্তুগীজ ফরোয়ার্ড। তাই এসব গুজব উড়িয়েই দিয়েছেন তিনি।

নানা বাধা বিপত্তি সত্ত্বেও রিয়াল মাদ্রিদেই খুশি রয়েছেন বলে জানিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘আমি ভালো এবং খুশি রয়েছি এখানে। আমি কীভাবে অভিযোগ করতে পারি যখন আমরা শনিবারেই আরেকটি ফাইনাল খেলতে যাচ্ছি? সাধারণত মাদ্রিদে আমি অনেক ভালোবাসা পেয়ে থাকি। তবে তারপরও কিছু জিনিস রয়েছে যা আমার ওপর নির্ভর করে না।’

ডিকেটি/আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।